অণুগল্প সাহিত্যের একটি বিস্ময়কর শাখা। ' বিন্দুতে সিন্ধু দর্শন ?' ঠিক তাও নয় যেন, বিন্দুতে সপ্তসিন্ধু দশ দিগন্ত চকিতে উদ্ভাসিত হয়ে ওঠে সার্থক অণুগল্পে। তেমনই একটি অসাধারণ অণুগল্প এবার আমরা পড়ছি ,সোমা মুখোপাধ্যায়-এর কলমে -----
গ্রাম্য মুহূর্তরা
সোমা মুখোপাধ্যায়
অনেকদিন আগের কথা আমরা তখন খুব ছোট ।গ্রামে আমাদের একটা বাড়ি ছিল ।আমার দাদু শহরের কোলাহল ছেড়ে মাঝে মাঝেই সেখানে গিয়ে থাকতেন ।আমরা বছরে দুবার যেতাম ।গরমের ছুটির সময় আর পুজোর ছুটির সময়। খুব মনে পড়ে ওখানে তখনও কোন বাড়িতেই ইলেকট্রিকের আলো ছিল না ।শুধু বড় বড় রাস্তাগুলোতে আলো জ্বলতো। সন্ধ্যের পরই ঝুপ করে অন্ধকার নেমে আসত।পূর্ণিমারত থাকলে তখন আশপাশের সবকিছু দেখা যেত। পাশের বাড়িতে যেতেও হারিকেন নিয়ে যেতে হতো। এমনকি রাস্তা দিয়ে যে লোক গুলো যেত তারাও হারিকেন হাতে করে নিয়ে যেত ।তবে হালকা আলোয় লোকগুলোকে দেখা যেত না।সন্ধ্যেবেলায় আমরা বাইরের বারান্দায় একসাথে বসে দাদুর কাছে গল্প শুনতাম।
রাস্তা দিয়ে লোক গেলে দাদু জিজ্ঞাসা করতো, " কে যাও "
ওরা নিজেদের নাম করে বলত "আজ্ঞে, আমি যাই কর্তা ।"
দিনগুলো যেন মনের ক্যানভাসে আজও উঁকি দেয়।
************************************************************************************************
গল্প,কবিতা ও নাটক লেখেন । ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ। বাংলা সাহিত্য নিয়েই পড়াশোনা। "অথপথ "পত্রিকার সহ সম্পাদক হিসাবে কাজ করেন । সোমার একটি শ্রুতিনাটকের দল আছে। শ্রুতিনাটক লেখেন ও নির্দেশনা দেন ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন