বিশ্বনাথ পাল / দু'টি কবিতা
অনুগামী
এগিয়ে থাকা মানুষের মতো
আমার কোনও অনুগামী নেই
আমি নিজেই হরেক কিসিমের অনুগমনে অভ্যস্থ
প্রকাশ্যে বা গোপনে
আমি আবার অন্যকে মোট বওয়ার কাজে
ব্যবহার করব ভাবতেই জোর হাসি পেল
এদিকে সূর্যের গায়েও লেগেছে রক্তিম ছটা
বেলাশেষের গন্ধ দ্রুত পেড়ে ফেলবে হয়তো
সূর্যটাকেই ইশারায় জিজ্ঞেস করি
যা-কিছু রেখে যাব, খাট-বিছানা, আলমারি,
এক টুকরো জানলা, অসমাপ্ত স্বপ্নের উঠোন,
অলস অক্ষরে বোনা শব্দলতা---এর থেকে
কোনও মতাদর্শ খাড়া করতে পারবে না
কোনও সকালের উৎসাহ?
ক্রীতদাস
নিজেই সবটা কেন বেচে দাও হাটে?
কিছুটা তো রাখতে পারো লুকিয়ে চুরিয়ে
বাড়ি নিয়ে যাবে ভেবে উঁচু দাম হেঁকে
এই ধরো ব্যথিত বিবেক
আর কিছু ন্যায়বোধ, কিছুটা ঋজুতা
সমস্ত ভয়ের লাশ ছুঁড়ে দিয়ে জলে
স্বার্থের মন্দিরে নাই-বা নত হলে
নকল প্রভুর কাছে ক্রীতদাস হয়ে
**************************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন