রবিবার, ১৪ আগস্ট, ২০২২

গুচ্ছ কবিতা * পঙ্কজ মান্না



কবিতাগুচ্ছ  * পঙ্কজ মান্না

পৃথ্বী-আদম

                                  

বলছো কেন মারণ ব্যাধি পোকার মতোই মরছে লোক

গরল গিলে তুলছি ঢেঁকুর মৃত্যু-ভয়ের মৃত্যু হোক 


অন্ধ বাউল একলা ওড়ে প্রেম বুনেছে অনন্তে

মরা মানুষ উঠছে বেঁচে নীল-বাসনার ছুঁ-মন্ত্রে 


খাচ্ছে-দাচ্ছে গলাও সাধছে আপাদমাথা ফোঁপরা লোক

আমরা নিবিড় জীবনবাদী মৃত্যু-ভয়ের মৃত্যু হোক 


বোধ লিখেছে সাধক কবি বোধ গেয়েছে উদাস "ফোক"

আমরা মাটির পৃথ্বী-আদম, মৃত্যুবোধের মৃত্যু হোক


                    

এ-জীবন এলেবেলে

                            

এইখানে অ আঁকি, অ অর্থে অনাগত আলোর সকাল ...

তাকে তুমি চেনো না কো, তাকে তুমি দ‍্যাখোনি  স্বপনে : হাতে বাঁশি ..  রাখালিয়া 

বেশবাস অযত্নলালিত;

পূর্ণিমার চাঁদও বুঝি এত রূপ বিলোতে পারে না 

তার হাতে সুর খেলে পোষমানা সাপের মতন,

সুরে  সুরে ঢেউ কথাকলি ...নদীজল গেয়ে ওঠে

এপারের সুরে বাজে ওপারের গান,

কী গভীর কানাকানি দূরবাসী তারাদের সাথে! 

তার ডাকে বায়ু বয়, থামে, তারা নামে - 

আলোরঙ তারকা-সুন্দরী ...

স্বাতীলেখা  আর যারা গোপন বান্ধবী 


এ-জীবন একমেটে কুমোরের প্রতিমার মতো, 

এ-জীবন এলেবেলে আলোহীন কবিতাকাঙাল,

সব কিছু দিয়ে-থুয়ে পথপাশে বসে আছি এক জন্মকাল ...

শূন‍্যে পেতেছি হাত 

করুণার স্বর্ণকণা যদি পড়ে শিশির যেমন 

উপোসী দূর্বাদলে দিয়েছে আশ্রয় 


এইখানে অ লিখি, অ অর্থে বাঁশি হাতে অনাদি শ্রমণ 

তাকে তুমি চেনো না কো, তাকে তুমি দ‍্যাখোনি স্বপনে;

একবার যদি ছোঁয়, 

দেখে নিও, আমি হবো  বীতকাম নীলঘনশ‍্যাম











তোমাকে চিনেছি

                 

হাজার বছর সহবাসে ভুলে গেছ আমার ঠিকানা

আমি যেন হাতে পায়ে গুরুভার ক্ষীণকায় হলুদ বিকেল

এবার হারিয়ে যাব অনিকেত পথের উড়াল 


তোমাকে ছোঁয়ার পরে 

ছাতিম ফুলের ঘ্রাণে নেশা নেশা কবিতা এসেছে

আমি কিন্তু ভোরের নক্ষত্র দেখে,হে পৃথিবী, তোমাকে চিনেছি 


পেরিয়ে এলাম ভুল জারজ সময়

জানি, আমার ঠিকানা কেউ মনে রাখবে না 


ভোরের নক্ষত্র দেখে আমি কিন্তু তোমাকে চিনেছি 



আসি

       

তোমার কাছে এসেছিলাম, এখন যাচ্ছি চ'লে

আমার যাওয়া আসা রইলো লেখা অতল জলতলে 


যদি আদর ছোঁয়ায় গা পুড়ে যায়, ভালোবাসার মানে

ঝরাপাতার গানে খোঁজো অন্য কোনখানে 


কী দিয়েছি কী পেয়েছি সেই হিসেবের খাতায়

একটি মহান শূন্য দেখে তাই রেখেছি মাথায় 


মনে রেখো -এসেছিলাম, এবার যাচ্ছি চ'লে

একটুখানি বসেছিলাম কিছু বলবো বলে 


এক জন্মে যায় না বলা, আলোর কথাকলি

তোমার জন্যে এনেছিলাম, এবার তবে চলি 


****************************************************************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন