রবিবার, ১৪ আগস্ট, ২০২২

মালা ঘোষ মিত্র



মালা ঘোষ মিত্র / দু'টি কবিতা 

অবিরত 


বিষাদে ভরে আছে মন, 

একতারায় বেজে ওঠে মনভুলানি সুর, 

কেদাররাগে গেয়ে ওঠেন ওস্তাদ

ভেসে যায় নীরবতা

পিছুটান নিয়ে এক মৃদু গন্ধ, 

বেতের বনে থাকে আলো - আঁধারি

অনিবার্যভাবে কখনো মেঘ এসে পড়ে, 

পরিযায়ী পাখিরা ওড়ে নিপুণ ভাবে। 

মৌনী নিয়ে বসে থাকে মুনিয়ারা

গাঢ় ছায়ায় অপূর্ব মুগ্ধতা। 

বন্দর একবার ছুঁয়ে যায়। 

লাল লাল বুনো ফলে 

লাবণ্য এনে দেয় প্রজপতি। 

চায়ের কাপে চুমুক দিয়ে দেখি

বৃষ্টি এসে ভাসিয়ে দিয়েছে পাতা

অবিরত ছুঁয়ে যাচ্ছে ঠোঁট।। 











আলোড়িত 

গুপ্ত অসুখের নিরাময় অসম্ভব, 

দংশনে হয় জীবন জেরবার, 

আলোড়িত হয়---

বিদ্ধ ইচ্ছাগুলো, তবুও

জাগতিক টান, কস্তুরী গন্ধ আর

মেলে, অনুসন্ধান চলে, 

অনুমান করে আর কত চলা, 

কন্ঠী বদলে জীবন রূপান্তর-----

বিনিময় থাকে লোহিত শিখা, 

অপলক দৃষ্টিতে চেয়ে দেখি

এক জাদু সুরভি ছড়িয়ে পড়ছে

হারিয়ে যাচ্ছে পথের বাঁকে মনখারাপ

অপরাধবোধে এসে পড়েছে বৃষ্টি

শব্দেরা বেঁচে থাকে, 

স্রোতের ধারায়

পড়ে আছে জীবাশ্ম----।। 


*******************************************************************************************



মালা ঘোষ মিত্র

 কোড়ার বাগান বনগ্রাম, উওর ২৪ পরগণা
থেকে লিখছেন 
পিতা- কালীপদ ঘোষ  মাতা- মায়া রাণী ঘোষ।
জন্মস্থান--বনগ্রাম।
শিক্ষাগত যোগ্যতা----- বাংলায় অনার্স, এম.এ,
বি. এড (কলকাতা বিশ্ববিদ্যালয়)
দেশে বিদেশে প্রচুর লেখা
প্রকাশিত হয়েছে,
নিজ কবিতা লিখতে, কবিতা পড়তে ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন