শনিবার, ১৩ আগস্ট, ২০২২

চন্দন রায়


 


চন্দন রায় / দু'টি কবিতা 

মনোনীত হয় নি--৩২


বহুদিন বেঁচে থাকা পা দুটো নিয়ে একাই একদিন

নদীর কাছে গেলাম। গন্ধ রুমাল বুকের ভিতর

চুবিয়ে রেখে বললাম---

কোনো ঢেউ আর আড়ালে রেখো না----


গোধূলি কিংবা মধ্যরাত

যে রকম বেঁচে আছে , যে রকম বেঁচে থাকে

জলের কল্লোল , অরণ্যমুখী  কালো চুল,

দীর্ঘতর ফুসফুস , যা হবার হয়ে যাক

তুমি কোনো ঢেউ আড়াল রেখো না----


ধুলোর সংসার থেকে মন্দিরের ঘন্টা

মনুষ্য থেকে রক্তমাংসে মনুষ্যজীবন

চুন মাছ থেকে রাঘব বোয়াল , সবরকম সিঁড়ির

ধাপ সরিয়ে দীর্ঘকায় হও

রোদমাখা কবির পা ছুঁয়ে ভরাট দীর্ঘশ্বাসে তোলপাড় হও , 

কোনো ঢেউ আড়ালে রেখো না-----











মনোনীত হয় নি--৩৩


ঠোঁটের ঘা কি এমনি হয়েছে ?

উঠোনে পা ছড়িয়ে বসে কাসুন্দির মত চাটতে

চাটতে  আল্হাদে আটখানা

তখন কোথায় ছিল বাড়ি ! কোথায় ছিল জারুলের

ডালপালা, নদীর মত শরীর ভাসিয়ে, হাই তুলে দিব্যি

ছিলি জিভের লালায়

ল্যাজ আছড়িয়ে চোখ তখন চাঁদ হয়েছিল

মনের এপিঠ ওপিঠ চড়বরে রোদ্দুর----


ইচ্ছে সুখের ভিতর গভীর গর্জন , কাসুন্দি বিলাস

চুপচাপ রাতে রত্নের থালায় আমুদে শরীর

অনেক খেয়েছে, ছদ্মবেশে চুল খুলে দাপটে খেয়েছে

প্রকৃতি দেখেনি-----


এখন তোর শরীরে একটু একটু করে

ঢুকে পড়ছে মৃত্যুর দীঘল শরীর----


********************************************************************************************



           চন্দন রায় 

আশির দশকের অন্যতম বিশিষ্ট কবি । আটটিরও বেশি কাব্যগ্রন্থের প্রণেতা । নতুন মান্দাস নামে একটি পত্রিকা সম্পাদনা করেন, যা ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে । কবি চন্দন রায়ের সম্প্রতি প্রকাশিত  দুটি কাব্যগ্রন্থ : জেলখানার খোলা চিঠি এবং শিরোনাম সন্ধান চলছে   



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন