পলাশ দাস / দু'টি কবিতা
তুমি ও চড়াই
তোমার নিরুত্তর তাকানোর ভিতর দিয়ে আকাশ খুঁজে দেখছে
পাশের বাড়ির লোক
কোথায় কতটা জমেছে জল এই বর্ষায়
তাকিয়ে দেখছে বিকেলের ফাঁকা মাঠের পালকে
কীভাবে পেরিয়ে যাবে জল
আর হেলান দেওয়া ধূলিকণা রোদ
কীভাবে সর্বস্ব খুঁজে তোমার হাতে তুলে দেবে বিকেলের বেল ফুল
আর গন্ধ শুকে নিতে নিতে তুমি
একবার ভাববে ফাঁকা মাঠ বেয়ে চলে যেতে
একবার তার থেকেও বেশি কিছু
ভাবতে ভাবতে ফিরে যেতে চাইবে সূর্যের কাছে
তোমার কার্যকলাপ দেখে তখন মনে মনে হাততালি দেবে কিনা ভেবে নিয়ে
চোখ বুজে নিচ্ছে গোধূলি আলোর কার্নিশ ঘেঁষে বসা এক মুগ্ধ চড়াই
যে ভালো আর মন্দের ভিতর সমান্তরাল পথ খুঁজে চলেছে বহুদিন ধরেই
গন্ধ
স্বপ্নের ভিতর নেমে আসে কালো টায়ার
এগিয়ে যায় ঢালু পথ ধরে
ক্রমশ ফাঁকা হতে থাকে সামনের ধুলোবালির আবরণ
ফাঁকা হতে থাকে ছায়া
স্বপ্নের ভিতর রোজ খেলা করে কালো টায়ার
মেঘ বৃষ্টির শরীর ছইয়ের নীচে বসলে
ওষুধের গন্ধ নাকে নিয়ে
জেগে ওঠে ভোরের ক্লান্ত শরীর
জেগে উঠতে উঠতে আবার ঘুমিয়ে পড়ে
ভিজে যায় অপূর্ণ স্বপ্নের ফুটিফাটা শরীর
******************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন