মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

রহিত ঘোষাল





রহিত ঘোষাল / দুটি কবিতা

এই মন্ত্রমুগ্ধকর যন্ত্রণা








কাল সৌরজগৎ থেকে একটা ফোন এসেছিল 

কিন্তু আমি নক্ষত্রকে না করে দিয়েছি।

আমি আমার প্রাগৈতিহাসিক চোখ দিয়ে দেখেছি 

একটি ডানা আমার মাথার একদিক থেকে বেরোচ্ছে,

আমি আর ওই দিকে পাশ ফিরে শুতে পারি না।

এই নির্মম নির্মলতায় আমাকে চিৎ হয়ে শুয়ে 

থাকতে হয় , এই মন্ত্রমুগ্ধকর যন্ত্রণায়।





 








হৃদযন্ত্রের মালিকানা

হাতের ছাপের ভিতর নিজেকে প্রাসঙ্গিক করে রাখি,

তবুও নদীর কথা মনে পড়ে,

এই অকালবোধনে,

জাহাজের আলো,শরীরের বিক্ষোভে 

ডুবুরি ছোঁয়া,নুড়িপাথরের সমাবেশ।

তীরবর্তী কাঙ্ক্ষিত সূর্যোদয় সরগরম

অনন্যসাধারণ।

দুপুর থেমে আছে,

অবহেলা থেমে আছে,

হৃদযন্ত্রের সহজ পূর্ণরূপ মালিকানা

ফিরে পেয়েছি।।


******************************************************************************************************



রহিত ঘোষা

জন্ম ১৯৯০এ দক্ষিণ কলকাতায়,কবিতা লেখার পাশাপাশি কাজ করেছেন গীতিকার হিসেবে বাংলা ব্যান্ড,চলচ্চিত্র এবং তথ্যচিত্রে। অভিনয় করেছেন মঞ্চ নাটকে ও অন্তরঙ্গ নাটকে।বর্তমানে পেশাগতভাবে ব্যবসায়ী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন