পার্থ প্রতিম গোস্বামী / দুটি কবিতা
অতঃপর
অতঃপর ভুলে যেতে পারো
এই বলে হু হু হাওয়া
মনে মনে হেসে ওঠে জোরে
কিছুই তো নেই হারাবার
আকাশের নীচে নেই
শামিয়ানা টাঙিয়ে রাখার প্রয়োজন
গাছ আছে, ছায়া আছে
বুকের ভেতর মায়ারোদ
তার আলো নিয়ে পথ
জন্মান্তরে বয়ে যায়
না ভোলা বিস্মৃতির কিছু দাগ নিয়ে
হেঁটে যাবে তুমিও এখন
অমলতাসের বনে অতঃপর
শুরু হবে আমাদের
ঝরে না যাওয়ার মরশুম ||
ভয়
সপাটে একটা গাছ নামিয়ে দিলাম
সুদৃশ্য আসবাব থেকে
নেমে এল রঙ
পাহাড় কেটে আনা
শিরা-উপশিরাময়
ঝকঝকে মেঝেতে
নদীর গায়ে বাঁধিয়ে দিলাম ডুব
উপত্যকায় রেখে এলাম
চিপসের আমুদে গন্ধ,পানীয়র বোতল
রাস্তাবাড়ি সাজিয়ে দিলাম
চোখ ধাঁধানো আলোর বিজ্ঞাপন
ভালো থাকা
নিজের প্রয়োজনে
ভালোবাসা
আমি শুষে নিয়েছি সমস্ত আদর
আর ফিরিয়ে দিয়েছি
রক্তপাত
ভয়ে তোমার পাশে দাঁড়াতে পারি না কবিতা
তুমি জানো
শব্দ ছাড়া আমি আর কিছুই লিখি নি কোনোদিন ||
*************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন