স্বপ্নদীপ রায় / দুটি কবিতা
উপাসনার মলাটে
একটা মাকড়সার মত খোলস
জাপটে বাগিয়ে রেখেছে যে যাঁতাকল
তার প্রতিটি নিঃশ্বাসে বারুদের গন্ধ
যুগিয়েছে বিষম যুদ্ধের ইঙ্গিত --
ভোরের সাইরেনের হুঙ্কার
চিরে ফালাফালা করে দিয়েছে
স্বপ্ন দেখতে চাওয়া কয়েক শতকের জ্বলজ্বলে চোখ
আলকাতরা থেকে নির্গত ঈশ্বর
আমার প্রবণতায় ঢেলেছেন মাদক---
এইভাবেই ভূমিহীন বর্তমানের উপর
এহেন অস্তিত্ব তাড়নার গূঢ় আপাদমম্তক!
ফরমান শুনে হেঁটে গেছি মরুতীর্থের পথে
ঈশ্বরের হাতের আগুন পরশমণির মত
ডেকে নিয়ে গেছে-- ঢালুখাতে....
আশা আর অপেক্ষার মাঝে
ঘাপটি মেরেছে অমোঘ দাবানল--
এঁটো সলতে তাকে কোল দিয়েছে
উপাসনার মলাটে.....
তীব্র বিনিময়
জানি তুমি আছো...
আমার ভিতর....
কিন্তু, আমার বাইরে সে!
সারাক্ষণ হায়নার মত পাহারা দিয়ে চলেছে
দিনরাত এক করে....
এই গারদ অসহ্য!
এখানে দশমাস নিষ্ঠুর নিদাঘ
একবিন্দু নিঃসৃতও কথা বলে না
দেহতত্ত্বের বাইরে--
রাত বাড়লে মোড় খুঁজে দু একটা
কুকুর আর্তচিৎকার করে ওঠে
কেঁদে ওঠে অলক্ষ্মী বিড়াল!
জানোতো আমি সূর্য দেখিনি
কল্পনায় এঁকেছি দলাপাকানো লাল বারুদ
আরও দেখেছি ঝড়!
একটা প্রবল দিকশূন্য তাণ্ডব --
কিন্তু মানুষের রাস্তায় হাঁটতে গিয়ে
পেয়েছি এক আশ্চর্য নির্জনতা
দুটি মানুষের রৈখিক দূরত্ব ভেদ করে
ঐ নির্জনতা বিরাট ফাটলের মত
চওড়া হয়ে এসেছে
সেই গর্ত থেকে মুঠোভর্তি ধূলো উঠে এসে
চোখে ছুড়ে মেরেছে নিকষকালো...অন্ধকার
--এক মুহূর্তে সবকিছু ঝাপসা!
থতমত আমি আরেকবার উঠে বসেছি,
অন্ধকারেও স্বপ্ন দেখেছি...
--স্বপ্ন দেখেছি চাঁদের সংসার!
সদ্য মঞ্জুর ছুটির আনন্দে ব্যগ্র বন্দির মত
অর্বাচিন কাশফুলের দোলায় দুলে উঠেছে মন...
ছড়িয়ে ছিটিয়ে থাকা সবকটা
হাতপা গুটিয়ে আমি তখন ফের
নাবালক হওয়ার বদ্ধপরিকর পথে
খুঁজে চলেছি নাড়ি
খুঁজে চলেছি মাতৃত্ব
খুঁজে চলেছি আধার
তোমার আমার মাঝের সব শর্ত
পুড়িয়ে তখন বেছে নিয়েছি
নবজাতকের কান্নার মত
পৃথিবীর একমাত্র অমোঘ উপহার!
ব্যর্থ হয়েছি আমি।
তোমার আমার মাঝে তুলতে বাধ্য
হয়েছি দূরত্বের এক রাবিন্দ্রিক দেওয়াল;
কিছু নেকড়ে চারপাশে ঘুরঘুর
করলে নিজেকে মানুষ বোধ হয়--
ছিনিমিনি খেলাটাও সহজ নয়।
সেটা শিখতে হয়।
সেই কষা ছকের সিড়ি ভাঙতে ভাঙতে
শিখেছি
উহ্য তুমি আর প্রকট তুমি'র মাঝে
আমার শরীরী অস্তিত্ব --পন্যের মত....
--একটি তীব্র বিনিময়!
*******************************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন