সাধন চৌধুরী / দুটি কবিতা
কোনো প্রাপ্তি নেই
এতোকিছু দৃশ্যমান ঘনিষ্ঠ সমীপে
দেখা হয় নাই ভিড়ে
এতোটা বিলীয়মান দ্রুত সংশ্লেষ
ছোঁয়া হয় নাই ধীরে
আধোছুঁয়ে চলে যায় অপরা সংশয়
একনিষ্ঠ অনুরাগ প্রত্যয় নিষ্পন্ন
ধুলোয় কালোয় মোছে মিছে সব
অপেক্ষা, অনড় কোনো ল্যামপোস্ট নয় ।
আদপে খুঁজি না কিছু একলিঙ্গ একপেশে
খঞ্জনির তালে তালে স্তুতিগান ভাল্লাগে না
আসে যা নাগালে শেষে
রাস্তার নুড়ির মতো
আহত তলানি যতো
দৈনিক খুঁটে খাওয়া কোনো প্রাপ্তি নেই।
স্বঘোষিত অনুতাপ
প্রতিষ্ঠিত শিকারী সে ছিপ ফেলে পুকুরে
ঝানু অপেক্ষায় থাকে মগ্নচার ছুঁড়ে দেয়
জলের উজ্জ্বল শস্য লুব্ধ ভিড় করে
বঁড়শীতে গেঁথে যায়, জলেতে পাখনা ঝাপটায়
তারপর উঠে আসে নিরাপদ ডাঙ্গায়
কিছু ঢেউ বৃত্তাকারে জলীয় জীবন কাঁপে
মাছ নয়, একটি মুদ্রিত কবিতা অতঃপর সম্পূর্ণ
বদ্ধমূল ফ্রেমে, আপাতত নিমগ্ন তোলপাড়হীন
আমি বলি, দেখে শেখো, কেমন আতর-ভেজা ঘ্রাণ
কবজির টান, মগ্নজল থেকে সটান উঠে আসে
একশৈল্পিক টানে, একটি আস্ত মাছ, নড়েচড়ে
কবিতা আসরে খোলা মাচার উপর
তোমার মুরোদ নেই, আসলে অ-কবি তুমি, তবু
ছিপ্ ফেলে যাও, নৈরাশা ছুঁড়ে জলে, যতোক্ষণ শ্বাস
হয়তো সাপ ব্যাং, একদিন ইত্যাদির নিরুদ্ধ বাতাস
মত্স্যকন্যা নয় , কৌশল রপ্ত হোক আগে
না-হয় অকৃতার্থ জীবনের শেষে, কবিতা নয়
উদ্গত অশ্রুর, স্বঘোষিত অনুতাপ লিখে যাবে ।
****************************************************************************************************
মূল নাম,সাধন চৌধুরী, বাড়ি, আসানসোল, করুণাময়ী হাউসিং,প্লট_২৩,পোঃঅঃ,রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সরনি,পশ্চিম বর্ধমান। অবসরপ্রাপ্ত কলেজ টিচার। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর, বিশ্বভারতী। প্রকাশিত কোনো কবিতার বই নেই।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন