বহ্নি-শিখা(ঊষা দত্ত) / দুটি কবিতা
ছিটকে পড়ে
অগনিত শব্দ অর্থহীন
বেকার কথার ঝুল,
এখন না গেলে নয়,
যদিও সে প্রতারিত ডাক
তবুও যেতেই হয়।
ফিরে এসে অ-তে অজগর,
লালা ভরা চুলোর চারপাশে
ছিটকে পড়ে কথা খই।
শব্দ করো না
একদম শব্দ করো না
সময় নীরব যাক,
কার্তিকের প্রথম শিশির ঝরে
ধুয়ে দেয় ভোর,
জানো তো স্নিগ্ধ লাগে
তখন
সেই শান্ত নীরবতা,
অনুভব করো মন দিয়ে।
যে বুঝে না -সে বুঝুক।
জীবনের বিকৃত সময়,
রপ্ত করে চুপ থাকা।
মাথায় বাজুক, ঘর নেই
দোর নেই, কেউ নেই।
অন্ধকার ছাড়া কিছু নেই
একদম শব্দ করো না।
**********************************************************************************************
বহ্নি শিখা
টুকটাক লেখার নেশা।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন