শর্মিষ্ঠা ঘোষ / দুটি কবিতা
বয়স
আসলে কিছুই নয়
জন্ম থেকে মৃত্যুর দূরত্ব
মধ্যে কিছু নিউক্লিয়াস
যাদের বেঁচে থাকা জরুরী
অথচ
জোড়ালো কথা নেই
কেবল ঋতুর পায়চারি ঘেঁষে
পরিযায়ী কিলবিল স্বভাব
নীল মেঘ
দৃষ্ট মাত্রই পুরনো হয় দৃশ্য
পরবর্তী সময়ের ফাঁদে আরেকটি নতুন
পলক একটি অবসর
জমাট শ্যাওলা রগড়
ক্লোরোফিলে আশ্চর্য রোদ-প্রার্থনা
শরীর ভালো নেই, জেনো
বাতিল সেতুর ওপর যে প্রজাপতি
নীল রং ছড়ায়,
মেঘ হয়ে যাবে আগামী বসন্তে
*****************************************************************************************************
শর্মিষ্ঠা ঘোষ
জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন