কৌশিক সেন / দুটি কবিতা
কর্মভূমি
কোনো কবিতা নয়
যৌনাঙ্গে সাজিয়ে রাখা
ঝুটো মোমবাতির শিখায়
প্রহর গোনা এখন।
পাশবিক যা’কিছু মেঘ
আণবিক ঝড়ে ভেসে গেছে।
পাখির ডানায় পালক নেই,
পশুরোম। তবুও উড়ে গেছে
দূরের নগরে। কবিতা নয়,
ধমনীতে নিদারুণ তাপপ্রবাহ।
ঝাঁঝরা বারানাবতের ভেতর
খোলস ছাড়ে জ্বলন্ত তক্ষক!
কোনো কবিতা নয়।
সুপুরুষ কাঁধে কাঁধে
রাখা থাক পাপের জোয়াল।
বৃত্তের পরিধিতে ধূলোঝড়,
যেন পাষাণী অহল্যার দেশ!
পাথরে ভরে গেছে মেঘ,
বিতস্তার আর্তনাদে কেঁপে ওঠে
গাঙুরও। ওখানে ক্ষমা নেই,
ওখানে মোহ নেই। পলান্নে
বেড়ে ওঠে অন্নপূর্ণার সংসার
কবিতার রসে রসে প্রকাণ্ড হয়
প্রত্যয়, লোলুপ কড়িবর্গা।
না, কোনো কবিতা নয়।
মৌনতা পাড় করে ধানক্ষেত
গাঁওভর মন্বন্তর বুঝি!
কিষাণির সুখা বুকের অন্ধেরায়
চুনরি উড়িয়ে নেয়
ভিনদেশী হাওয়া। কবিতা নয়,
প্রভেদের আড়ালে অন্য কিছু
জমা হয় ভাসানের ঘাটে।
অন্য এক দেশে উড়ে যায়
নিরাবলম্ব পরিযায়ীরা।
পাথরের আঘাতে ভেঙে যায়
নিষাদের পংক্তিমালা।।
প্রোষিতভর্তৃকার দেশ
যমুনার জলে বারিশ নামলে আকন্ঠ সমুদ্রপান করি
জলের উচাটনে পসরা সাজিয়ে বসে দেহাতি আওরত
ছুরি, কাঁচি চমকাবার জন্য কারা যেন ভিড় করে হাটবারে।
জলে জলে ক্লেদ, জলে জলে মেঘ, জলে জলে ফ্যানা।
বিষাক্ত। তবুতো ভাসানের গান। ছটি মাইয়ার অর্চনা সেরে
ফিরে আসে হিন্দুস্তানি কুলি কামিনেরা। পথে পথে পরে থাকে
গুড় বাতাসার ধ্বস্ত স্মৃতি। বড় অপলকে নেমে আসে মেঘের দল,
পায়ের চাপে কেঁদে ওঠে কৃষ্ণচূড়া।
যমুনার জলে দর্দ নেমে এলে ছুটি চায় মাঘকুয়াশার দিন।
মরসুমি ফুল নেচে ওঠে দারু শরাবের নেশায়। নদী নয়,
নদী নয়, জানি। মুঠো মুঠো ঝিমধরা বিষণ্ণ উল্লাস।
আঁজলা উপচে ওঠে খুনখারাপি রঙে। বসন্ত বাগ মানেনা আর!
বড় সঙ্গীহীন এই দেশ। বড় দুঃসহ এই পাথুরে বারানাবত।
ও মেয়ে, দাঁড়াসনা! বহেন আমার, চুনরিতে লেগে যেতে পারে
লেলিহান আগুন! বুজাতে বুজাতে রাত কাবার, ফাগ মাহিনাও!
গুলমোহরে তখনও ছিটেফোঁটা খুন। যমুনার জলে শোক নেমে আসে।
********************************************************************************************************
জন্ম :২২ সেপ্টেম্বর ১৯৭৬ বহরমপুর, মুর্শিদাবাদে। ছাত্রজীবন ও বেড়ে ওঠা বহরমপুর শহরেই। কলেজ উত্তীর্ণ হওয়ার পর কঠোর জীবন সংগ্রাম। সাতাশ বছর বয়সে দিল্লীতে আগমন। কেন্দ্রীয় সরকারী কর্মচারী। আঠেরো বছর ধরে দিল্লীর বাসিন্দা। দিল্লী ও দিল্লীর বাইরে বেশ কিছু পত্র পত্রিকায় লেখা প্রকাশিত ও প্রশংসিত। প্রকাশিত কাব্যগ্রন্থ : রাই জাগো গো, কর্ষণলিপি।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন