মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

শুভশ্রী রায়



শুভশ্রী রায় / দুটি কবিতা

মুহূর্তমোহ








আমার সকাল আর আমি পাশাপাশি বসে

পরস্পরের মুখ দেখছি, মাঝে কফির কাপ,

এই মুহূর্তটা বড় বেশী দামী কারণ অস্থায়ী,

যথাসাধ্য শুষে নিই মুহূর্তের অনন্ত উত্তাপ।











সোহম

আবাসের সামনে মাঠ-রুমালে দলবল জুটিয়ে 

ক্রিকেট খেলছে দশ বছরের সোহম,

চারতলার বারান্দা থেকে ঝুঁকে পড়ে

মাঝ তিরিশের ডিভোর্সি পিসি ফ্ল্যাটতুতো, 

ভাইপোর ব্যাট করা দেখে, ফিল্ডিং লক্ষ্য করে,

একেকবার আশঙ্কা আলতো ছুঁয়ে যায়-

বলটা সোহমের মাথায় লাগবে না তো?


প্রশংসনীয় দক্ষতায় বল ঘোরায় ওই দশ বছর,

কি যেন ভেবে নিঃসন্তান পিসি 

একবার পুলকিত একবার কষ্ট পায়;

চোখে কি জল আসে একটু?

বেখবর সোহম নিচ থেকে চেঁচিয়ে ওঠে-

হাও ইজ দ্যাট!


********************************************************************************************



শুভশ্রী রায়

জন্ম: ১২ জানুয়ারি, ১৯৭১, কলকাতা ;পনেরো / ষোল বছর বয়স থেকে নিয়মিত লেখালিখি করছেন । থাকেন  উত্তর কলকাতার পাইকপাড়া এলাকায়। প্রকাশিত বই, একটি: অলক্ষ্মীর পাঁচালি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন