মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

মলয় সরকার



মলয় সরকার / দুটি কবিতা

অলস রাতে








অলস আমার স্বপ্নমেদুর অলস আমার রাত্রিবেলা,

ছেলেবেলার খুনসুটি সব ধূ ধূ ফাঁকা খেলার মাঠ-

সুযোগ পেয়ে আজকে চোখে আশ মিটিয়ে করছে খেলা,

নদীর ঘাটের লাফাই ঝাঁপাই পাঠশালারই পড়ার পাট-

হারিয়ে গেল কেমন করে বছর মাসের

পায়ের তলে,

আড়ি ভাবের মুক্তো বনে বকুল তলার বকুল সই-

আজকে আমি সব হারিয়ে ভাসি নীরব অশ্রুজলে,

আমি ছিলাম তাদের সাথে, আজকে তাদের কেউই নই।












অন্তর্দাহ

মাঝে মাঝেই বিদ্রোহী হয়ে ওঠে মন-

চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়

মুখের উপর

দেয়ালের আয়না,

ভয়ে পিছিয়ে আসি-

আতঙ্কে শিউরে উঠি,

চিনতে পারি না-

এ কে?


মাথা নীচু করে থাকি,

তবু হারিয়ে ফেলি চ্যালেঞ্জ নেওয়ার

ক্ষমতা-

ছটফট করতে থাকি

সব ক্ষমতা হারিয়ে কেমন যেন

অবসন্ন লাগে।


**********************************************************************************************



মলয় সরকার

গ্রন্থ যদিও প্রকাশিত হয় নি,লেখালিখি বহুদিন -বিভিন্ন পত্রপত্রিকায়, কবিতা, গল্প ভ্রমণ বিষয়ক লেখা।নানা সমাজকল্যাণ মূলক ও শিক্ষামূলক কাজে যুক্ত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন