উমা বন্দ্যোপাধ্যায় / দুটি কবিতা
সেই মুখ
দেহের ভিতরে এক নীল অবয়ব
নিষ্কাম মুখ বালিকার ,
অশ্রুমতী বৃষ্টিমাঠে
ঘাসে বেঁধে রেখেছে পাথার।
আশ্চর্য বিন্দু নামে আহত ভঙ্গিমা,
স্বেদ, রক্ত, জল বিন্যাসে
অনিচ্ছুক হাত তুলে রাখে মেদভারহীন
গাঢ় অভিমান অনায়াসে;
তুমি দেখো সেই দেহ, সেই মুখ,
নীল অপরাজিতার গূঢ় শক্তিময়ী নীল
ফুটেছে আলোয় অন্ধকারে,
দেখো তুমি নিপুণ স্বপ্নে জাগরণে
সাদার ওপরে নীল জাগে চরাচরে....
আলোক লতা
আলোক লতা,জানো সঠিক,ভুল করোনি কোনো ?
চার পা গেলে সমস্ত ফুল ফুটিয়ে দেবে কেউ
বুকের মধ্যে অনর্গল এক শব্দ সাড়া মেলে
দিন রয়েছে দায়বদ্ধ, ঢেউয়ের পরে ঢেউ
দিগন্ত তার ততটুকুই দু'হাতে যার মাপ
উচ্চকিত সংলাপে যার কাঁপেই তারার রাত
আগ্রাসী সে দু'হাত কাড়ে আবহমান দিন
মেলাতে চায় রঙবেরঙের চৌখস সংঘাত
আলোক লতা, সঠিক জানো, তোমাকে তার চাই?
তোমার ঊর্ধ্বমুখের আলোয় জ্যোৎস্না মাখার সাধ?
মাটির ওপর আলগা ভেসে চলেই যেও তবে
বুলিয়ে দিতে কোমল হাতের নিষ্পাপ আহ্লাদ ।
********************************************************************************************************
জন্ম ১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়। ছেলেবেলা কেটেছে বর্ধমান জেলার রূপনারায়ণপুরে। সাহিত্যের ছাত্রী উমা ছোটবেলা থেকেই কবিতার অনুরাগী । প্রথম কবিতা প্রকাশ হয় ১৭ বছর বয়সে । ইংরেজি কবিতার অনুবাদের শুরু কম বয়স থেকেই । স্কুলের গন্ডি পেরিয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক , তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ -এ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর । ১৯৯৬ তে প্রথম বই , কবিতা সংকলন ' হৃদপিণ্ড শব্দ খোলে ' । পরবর্তীতে ১৯৯৭ তে ছোটগল্প সংকলন ' ছায়াময় ও দু-একটি মানুষ , চেনামুখের ধারাভাষ্য ' ২০১৩ তে প্রকাশিত হয় । ২০১৭ য় প্রকাশ হয় কবিতা সংকলন 'জারুলের নিচে সন্ধ্যা ' আর গল্প সংকলন ' রম্যগীতির দিনগুলি '।উমা কিছু অনুবাদের কাজও করেছেন । সাম্প্রতিককালে কবি অগ্নি বসুর ইংরেজি কবিতার অনুবাদসহ Frozen Music বইটি প্রকাশিত হয়েছে । আর সাম্প্রতিক প্রকাশিত কাব্যগ্রন্থ 'অক্ষরভূমি মধুপর্ণা' ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন