দীপক বসু / দুটি কবিতা
যে আমায় ভালবাসে
যে আমায় ভালবাসে
দেখেও দ্যাখে না সে
আমায় না দেখেও পারেনা!
দূরে গেলে চোখ ছল ছল করে
কাছে এলে আর ডাকেনা!
যে আমায় ভালবাসে
অনেক কথা বলে সে
আমার কথা বলে না!
ব্যথা দিলে ব্যথা পায়
অভিমানে ফিরে যায়
ভুলে যায় মনে রাখে না!
যে আমায় ভালবাসে
আড়ালেই আড়াল রাখে
ভালোবাসা তার ভাসে না!
গভীরে গভীরে একটু দূরে
কিছুচেনা কিছু অচেনা।
যে আমায় ভালবাসে
চায় না কিছুই
দিয়ে দেয় সব
মানেনা মানা!
দিনে দিনে শুধু প্রাণে আমার
বাড়ায় দেনা!
শীত এলে
শীত এলে ভাই আমার দেশে
শুখায় ডোবা খানা।
মাঠের পরে মাঠ যে ফাঁকা
মন মানেনা মানা।
সরষে ক্ষেতের হলুদ ওড়া
চোখের ভালবাসা।
রোদের সাথে ঘুমিয়ে থাকে
নদীর কত আশা।
দেয় কুয়াশা আভাস ছায়া
সূর্য ঢেকে ঢেকে।
কত রঙের পাখিরা গায়
নানান সুরে ডেকে।
গাছিভাই গাছ কাটে
চাষা করে চাষ।
রস গুড় পিঠা পুলি
মজা সারা মাস।
ধানের পালা মলন মলা
ক্ষেত খোলাতে কাজ।
গাঁয়ের মানুষ ব্যস্ত সবাই
নেইতো সময় আজ।
**********************************************************************************************
ছাড়াকার দীপক বসু’র জন্ম ২৭ জুলাই,১৯৬৪ তার মাতুলালয় বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া থানা বামুন্দিয়া গ্রামে।পৈতৃক নিবাস যশোর জেলার কেশবপুর থানার পাঁজিয়া গ্রামে। পিতা নারায়ন বসু ও মাতা সন্ধ্যা রানী বসুর তিন সন্তানের প্রথম তিনি।ছোট বেলা থেকেই লেখালেখির হাতে খড়ি বিভিন্ন আঞ্চলিক সাহিত্য পত্রিকার মধ্য দিয়ে ছোটদের জন্য লিখিত গাধার মাথায় শিং তার প্রথম প্রকাশিত গ্রন্থ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন