সুপ্রভাত মেট্যা / দুটি কবিতা
সুকান্তের ঝলসে যাওয়া সেই
ভালো কিছু তোমাকে নিয়েই কাঙ্ক্ষিত ।
তুমিই পারো আলো জ্বেলে দিতে এই অন্ধকার পৃথিবীর ।
হাত নাড়িয়ে ,' ভালো থেকো '
তুমি চলে যাচ্ছ ,শুনে ' আবার এসো '
এ-সব কথা বড়ো বেশি কষ্ট দেয় আমাকে ।
কিন্তু যেতেতো হবেই ।
স্থায়িভাবে ফিরে পেতে গেলে কিছু ,
তোমার যাওয়াটারও ভীষণ জরুরি ।
একটা কবিতার জন্য
দুপুরের ভাত খাওয়া ছেড়ে-ছুড়ে দিয়ে আসি আমি ।
আর আমার রাতকে বলি :
রুটি কি আছে ?
সুকান্তের ঝলসে যাওয়া সেই ?
নিরুচ্চার অন্ধকার ।
ক্ষুধা চলে যাওয়া পেটের দানার মতো অতটা সুন্দর
আর কী কিছু কখনও হয় সে জীবনে ?
সম্পর্কহীন
ক্রমশ শূণ্য হয়ে আসে,
পাতার ফাঁক দিয়ে পড়ে যে আলো
কবিতার উপর ।
মনখারাপ হয়ে যায় ।
সন্দেহ আরও বেশি গভীর হয় ।
অন্ধকারসর্বস্ব জীবন ,তার,
ক্রমশ গাঢ় হয়ে আসে রাতের।
পৃথিবী চুরি হয়ে যায় ।
সৌন্দর্যের স্বপ্ননবীন আলো ,
না, সে আর কারও বোন নয়,মেয়ে নয়,
তবুওতো সে এক মেয়ে ?
সম্পর্কহীন,ঠিকানাহীন,
এক পৌরুষ কুৎসিত শক্তির,
কু-মন্তব্যের ভিতর
নিরন্তর ডুবে আছে।
*****************************************************************************************************
জন্ম ২৭ শে সেপ্টেম্বর ১৯৭৪ । তমলুকের অদূরে বলরামপুরের বাসিন্দা তিনি।বিজ্ঞান বিভাগে স্নাতক ,চাকুরিজীবি।প্রথম কবিতা লেখেন ১১ বছর বয়সে।তারপর দীর্ঘ ১৫ বছর কবিতার সঙ্গে কোনও সম্পর্ক ছিলনা।এরপর ২৬ বছর বয়স থেকে আবার লেখা শুরু ।কিছু বানিজ্যিক এবং অসংখ্য লিটল ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে।বাংলাদেশ সহ বেশ কয়েকটি ভিন্ দেশি ওয়েব ম্যাগাজিনেও তাঁর কবিতা প্রকাশিত । কাব্যগ্রন্থ মোট ৯ টি। সিনেমা দেখা,বই পড়া প্রিয়। স্কুল জীবনে অভিনয় খুব ভালোবাসতেন,আবৃত্তিও। কর্মজীবন ছাড়া সম্পূর্ণ লেখার মধ্যেই এখন নিমগ্ন ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন