ইন্দ্রাণী সেনগুপ্ত / দুটি কবিতা
কবিতা কবির ধর্মে ফোটে
যখন নিয়ম নীতির মাথা খেয়ে
লজ্জা, ভয়ের বিষম লাগে
আমি শুধুই কবিতা লিখি
তাদের মেকি সাজের ঝুনঝুনিটা
বাজতে থাকে ,
ধর্ম মানে সুযোগপ্রিয়
অপরকে অস্বীকারের ঝুনঝুনিটা
নাচতে থাকে
আমি তখন কবিতা লিখি
কবিতা কবির ধর্মে ফোটে
কবির ধর্ম ধ্বনি হলেই
সব ধর্মের বিভেদ ভুলে
মেকি সাজের ঘোটকীটার
দুর্বিনীত মস্তকে তার
পরাজয়ের তিলক কেটে
কবি আসেন মহারথে
আমি তখন কবিতা লিখি
সব ধর্ম বিভেদ ভুলে
একই স্বরে বাজতে থাকে
সৈনিকেরা অস্ত্র ছেড়ে কবিতা শেখে
আমার ধ্বনি,ওদের ধ্বনি
ওদের মুখে বাজতে থাকে .....
প্রেমের রমণ আমোদে নয়
শুধু শিরায় শিরায় উন্মাদনা
কভু নাহি প্রেম হয়
প্রেমের স্বরূপজ্ঞান প্রকাশ করেন
আমাদের আত্মারূপ চক্ষু
তার চোখের প্রবল বর্ষণ
আমার চোখে অশ্রু ঢালে
প্রেমের রমণ আমোদে নয় ,
অশ্রুপাতে .........
************************************************************************************************






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন