চন্দ্রাণী গোস্বামী / দুটি কবিতা
পোহাইও না...
দুয়ারে বরণডালা ছিল, ছিল চূর্ণ কুন্দফুল
সিঁদুর ছিল, ছিল মুগ্ধতা
আর তুমি ছিলে সাঁই ...
তবু তোমার চক্ষু হওয়া আমার হলো না ;
আসলে তোমার চোখে আমার অভাব যে
কখনো ছিল না।
আমি হৃদয়ে নবমী নিশিই রয়ে গেলাম ...
পরিণতি
আজকাল উৎসবগুলোকে বড়ো ভয় পাই,
শুধু প্রেম নিয়েই বেঁচে আছি।
শুনেছি প্রেমে মজলে নাকি বয়স কমে যায়...
জানো সেটা!
উৎসবকে সাক্ষী করলেই বন্ধন এসে
জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যায় ;
ফুটপাথে হেঁটে যাওয়া এলোচুলে
হতচ্ছাড়ি মেয়েটার ঠোঁট বলে দেয়
পৌঢ় বয়সেও নরম তুলতুলে কি ভীষণ
এক প্রেম প্রেম মুহূর্ত রয়ে যায়
সকলের অগোচরে.....
চিরটাকাল গাছের মতো সবুজ থাকতে চাইছি
নতুবা হাসি নিয়ে কাটিয়ে দিতে চাইছি ইহকাল
পাছে কোনদিন হুট করে বুড়ো হয়ে যাই!
***********************************************************************************************
জন্ম সত্তর দশকের শেষদিকে। স্কুল জীবন, বড়ো হয়ে ওঠা সবই কলকাতায়। পড়াশোনা স্নাতকোত্তর , কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কলকাতার একটি কলেজে হিসাব রক্ষণ বিভাগে কর্মরত। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তীব্র আসক্তি। নতুন শতকের প্রথম দশকের শেষ থেকে নিয়মিত লেখালেখি। কবিতা আশ্রম, কৃত্তিবাস, গাঙ্গেয়, অপদর্থের আদ্যক্ষর, বম্বে ডাক, তমোহা, সাজি পত্রিকা, বিকল্প বার্তা সহ বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন