কবিতাগুচ্ছ * স্বপন নাথ
ফাঁস
ফাঁস ঝুলিয়ে দিয়ে ডাকছে জীবন ।
গলা দেবে কিনা তোমার ব্যাপার !
দিলে অবোধ
না দিলে অবশ দোষ
ফাঁস নিরপক্ষ ।
ফাঁস জন্ম সূর্য পুড়ে হয়েছিল ।
বারুদ স্তুপ
টলমল করছে শরীর
ধড়ফড় করছে বুক ।
চাঁদ ছেঁড়া রক্তে ভেসে যাচ্ছে অলিন্দ কুঠুরি ।
অন্তঃপুরে আতুর অসুখ ।
কম্পনের টুকরো উপল রগছুঁয়ে ঘর্ঘর
পায়ের তলায় ফাটল বেয়ে আগুন ।
ধরিত্রী দুভাগ হলে মোক্ষম জনকদুহিতা
জাতক উজবুক ।
গলে যাচ্ছে পা
ক্রমশ শরীর
লিঙ্গ চিহ্নে মালাইস্কূপ
খিড়কির পুকুর জলে ক্ষরতা ধোয় সাশ্রু বাল্মীকি
হাথরস কাহিনী যেন জমিয়ে রাখা বারুদের স্তুপ ।
পরবাস
মুঠোয় মুঠোয় রাশি মুহূর্ত বালি
আঙ্গুল গলে রাত্রি পরবাস ।
কথায় মুগ্ধতা এনে
তুমি আমি সে নির্মিয়মান ফাঁস ।
ঝুলে পড়া অবধি রোদ চিক ভাঙ্গে কারো ;
কারো রোদ আয়না ছুঁয়ে ম্লান ।
হৃৎযোজকে সূর্যস্নান তখন
সম্মুখে মুখর ঘনশ্যাম ;
ডেকে বলে পরাণে নাম্নী রাধা
ধারাবেয়ে গায়বে না বৃন্দ গান !
ভয় লাগে
কথায় কথায় রচনা পায় ফাঁস ।
তন্মাত্র বালিহাঁস জল মাপতে গেলে
দুধারেই বিল উধাও ।
চোখের পর্দা সরে গিয়ে হিমহিম বরফের চাঁই ।
সদ্ভাব দেখে জন্মদাগের উদয়
ভয় হয় নিজেকে আয়নায়- - -
অনুক্ত
ফাঁসিতেও আনন্দ আয়োজন !
বিস্ময় ঘুচে গেছে মতের স্বপক্ষে ।
আপেক্ষিকতা দ্রাঘিমাংশ স্বরূপে
বৈঁচি কাঁটায় উন্মুখ ।
পক্ষ বা বিপক্ষ রায়দান
পাত্র তরলের সাকার সজ্ঞাত হলে
ফাঁসিকাঠ নিরক্ত স্নায়ুহীন
ফাঁসও প্রসর মেঘ ঘর্ষণে বৃষ্টি নয়
কান্না কুড়োতে থাকে ।
রাষ্ট্র উপেক্ষিত তখন অনুক্ত ঈশানি
বিচারের বাণী দাদখালির 'দ' সমীপে সমুদ্র সিম্ফনি ।
রাজ্যপাট
ফাঁস বুনে চলেছি সতত।
কখনো প্রকাশ্য , কখনো বা প্রকাশহীন
দিন দিন ফাঁসের রাজ্যত্ব- - - -
ফাঁস গুলোর ডালমাখানি স্নেহ ।
যৌনভোর আলো ঠেকরানো ভেপোরাইজড নিরীক্ষণ ;
অক্ষাংশে স্তাপক মই ।
দুচারানা খরচা দেখালে গলা তো দেবেই কেউ।
ফেউ দিলে ধান ভাঙানো রোদ যতদূর ধায়
সিঁড়ি ও সিংহাসন ।
রাজ্যপাটে ফাঁস জাগরণ ।
জীবনী
অন্তরালের দেওয়াল ভাঙে জীবনী ।
পাঠ প্রতিক্রিয়ায় বদলে দেয় রাত ।
যেন ফাঁসি হয় পাঠকের ।
দুধ জন্ম ঘটে ।
ফাঁসির আমি ফাঁসি উত্তর ও ফাঁসি পূর্ব
প্রভেদকে মোড়া
জানি না দণ্ডিত আসামিরও এমন রাত্রি জ্বলে কিনা !
আশ্চর্য সব ফাঁসের গল্পে পুরো পারার প্রবাহিত নদী
বোনক সমুদ্রের পর্দা পরে সমান্তরাল দর্পণ
দূরের ধ্রুব স্পষ্ট বিম্বে দ্রাঘিমা ছুঁয়ে দেয়।
*********************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন