দেবদাস রজক / দুটি কবিতা
দাঁড়িয়ে থাকার জন্য
এইখানে দাঁড়িয়ে থাকা যাবে না...
যে কোনও মুহূর্তেই বড় সর্বগ্রাসী জাহাজ
ঢুকে যাবে ঘরে
প্রতিবাদের জন্য শক্ত ভিত নেই, মাটি নেই,
কলকব্জা, হাতুড়ি
এসবের ভিতর ছিলাম একদিন, এসবের ভিতর
বেঁচেছি একদিন
ঘরের ভিতর নিশাচর ঢুকে যায়, ঘরের ভিতরেই
প্রহরীর চলাচল
এইখানে দাঁড়িয়ে থাকা যাবে না, এইখানে দাঁড়িয়ে
থাকার জন্য মানুষ চাই
নদীতে
বাথরুমের ভেতর নির্মোহ খুঁজি। নিজেকে কেটে
ফেলি দু’ফালা
এক টুকরো সাবানজলে ওড়াই, এক টুকরো
মোহমান আগুনে দিই ধুয়ে
ব্রাশের আঘাতে দাঁতের রক্তে রক্তে ভেন্টিকুলার
সেতার বাজায় বুকে
একটিকে জীবন দেখাই আর একটিকে ঝুলিয়ে
রাখি হ্যাঙারে।
আমার দু’ দু’টি হাত
একহাতে খাই ভাত
অন্যহাত রাখি নদীতে...
***********************************************************************************************
দেবদাস রজক
দেবদাস রজকের জন্ম মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর এবং কাব্যসাহিত্যে গবেষণা ( এম. ফিল.) সম্পূর্ণ করেন। বর্তমানে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। কবিতা লেখার পাশাপাশি ছোটগল্প, প্রবন্ধ লিখে চলেছেন। তাঁর 'এক বাতাসের ছবি', 'বেরঙা শূন্য ফাগুন', 'ভাড়াটে শহর', এই তিনটি কবিতাগ্রন্থ রয়েছে। 'ফিরে দেখা' একটি গল্প সংকলন। একাধিক পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। ২০২১ সালে মুর্শিদাবাদ থেকে পেয়েছেন 'পন্ডিত দাদাঠাকুর স্মৃতি' পুরস্কার। বইমেলায় প্রকাশিত --





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন