মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

পঙ্কজ মান্না



পঙ্কজ মান্না / দুটি কবিতা

ফেরা 








অনুরাগ থেকে বীতরাগে ফিরে এসে

মন-মরা হয়ে চুপ বসা চৌকাঠে

সোনালী ফসল চুরি হয়ে গেলে যথা

শূন্যতা বাজে নাড়া-পোড়া ফাঁকা মাঠে 


তুমি বোঝো না কি গল্পের নায়িকারা

কেন মাঝরাতে নিদ্রিত খোলা ছাদে

হারিয়ে যাওয়া গল্প ধরতে গিয়ে 

বোকার মতন স্মৃতি ধরেছিল ফাঁদে ! 


স্মৃতি-বিষ দাঁতে গল্প পুড়েছে কত

কত যে প্রেমিক হয়ে গেছে দেবদাস

অনুরাগ থেকে বীতরাগে ফেরা যায়!

পড়েও দেখনি মানুষের ইতিহাস!?












আমি এক অন্ধ কলম

আমি এক অন্ধ কলম যা শেখাও তা-ই তো লিখি

মানুষের অন্ধ বুকে আমি তো প্রেম-জোনাকি 


রাত্রির গর্ভ ছেনে দু-মুঠো গন্ধ-বকুল

রেখেছি তোমার পায়ে  মুছে যায় দুঃখ অতুল 


এ-বুকে স্তব্ধ প্রহর লঘু সেই সুর বেজে যায়

যে গানে গঙ্গা নদী আমোদে কন্ঠ মেলায় 


কবরে শীত করে খুব ডাকো ওই গানওলাকে

জ্বালাবে দিশার আলো সময়ের অন্ধ বাঁকে 


আমি তো সহজ মানব সারাপথ কৃষ্ণ আঁকি

মানুষের অন্ধ বুকে পৃথিবীর প্রেম-জোনাকি 


আমি এক অন্ধ কলম যা লেখাও তা-ই তো লিখি

জীবনের বর্ণ চেনায় কখনো দিইনি ফাঁকি



****************************************************************************************************



পঙ্কজ মান্না

 জন্ম ১৯৫১ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে কদমডিহা গ্ৰাম।
ইংরেজি সাহিত্যে স্নাতক।
সরকারি চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত।
বর্তমানে কলকাতাবাসী।
কবিতার সাথে বসবাস ও সহবাস বিগত  প্রায় ৫০ বছর।
প্রকাশিত কাব্যগ্রন্থ ৯ টি---
শূন্যতেই ফেরা * ডাকনাম ভালোবাসা * ক্লান্ত ধ্রুবতারাকে বলি * রং রুটে কতদূর যাবে* প্রাক্তন ফাল্গুন জানে * উজান হাওয়া * আট পংক্তির জীবনকথা * ছায়ার সাথে এ-ঘর ও-ঘর * আলোপাখি
শেষ প্রকাশিত "আলোপাখি"
কাব্যগ্ৰন্থ ১৪২৮ সালের পয়লা বৈশাখ। 
প্রকাশক- কবিপত্র প্রকাশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন