মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

প্রভাত ভট্টাচার্য



প্রভাত ভট্টাচার্য / দুটি কবিতা

নবান্নের উৎসব








নবান্নের উৎসবে 

মাতোয়ারা সবাই -

শুধু উপচে পড়া সুখ। 

তারপর আসে নতুন ভোর, 

নতুন সূর্য, নতুন আশা, 

নব উদ্যমে জেগে ওঠা। 

বর্ষণপুষ্ট ক্ষেত ভরে ওঠে 

রাশি রাশি সোনার ফসলে ।

সারি সারি হাসিমুখ -

যত উপেক্ষা সরিয়ে রেখে আপন বিলাসিতায় আবার 

মেতে ওঠে নবান্নের উৎসবে।













সুখী  মানুষ 

এক যে আছে সুখী মানুষ 

       পকেটে নেই টাকা  -

কিন্তু মনের ক্যানভাসে তার 

       সুখের ছবি আঁকা ।

সুখের ঝুলি ভরা এমন

       কেমন করে আছে, 

তার যে সঠিক জবাব রে ভাই 

       নেইকো কারো কাছে। 

অ-সুখ যাদের আছে, তারা

       দেখলো অনেক খুঁজে -

মনেপ্রাণে চাইলেই সুখ 

        পাবে চক্ষু বুজে। 

খুশী থাকার অভ্যেসটা 

        রপ্ত হলে তবে -

এই পৃথিবীর যতেক মানুষ 

        সবাই সুখী হবে।



***********************************************************************************************



প্রভাত ভট্টাচার্য  

তিনি সব্যসাচী--- এক হাতে সামলান চিকিৎসকের গুরুভার দায়িত্ব আর এক হাতে ফোটান সাহিত্য সৃষ্টির ফুল। দ্য হার্ট, মিশন পসিবল, মাই ডটার, ডিটেক্টিভ সূর্য এবং কবিতা সংকলন - কাগজের মানুষ এবং ফিনিক্স পাখি তাঁর উজ্জ্বল সাহিত্যসৃষ্টি । সম্প্রতি প্রকাশিত তাঁর একটি গ্রন্থ --- 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন