হামিদুল ইসলাম
মিছিল
কারা যেনো পায়ে পায়ে ফিরে আসে
খুলে রাখে মিথুন দরজা
শীতের কানায় কানায় ভরে ওঠে আযান বসত
দু চোখে নীরব কান্না ।।
মাঠ জুড়ে পড়ে থাকে মুমূর্ষু ছায়া
বিকেল দীর্ঘ হয়
আমাদের ঘাম রক্তে জেগে ওঠে
প্রিয় অনার্য সকাল
বিষাদের ছায়া মাখে নিরক্ষর উৎসব ।
কথার হাঁপরে ফুঁসে ওঠে পুরোনো ব্যথা
সব সম্পর্কের বাঁধন ভেঙে
জন্ম নেয় অনাদী সম্বল।
নিঃস্ব উঠোনে তখনো দাঁড়িয়ে এক দুরন্ত যাযাবর।
বোধিবৃক্ষ আজও আগলে রাখি
বর্ষা পায়ে পেরিয়ে যাই বনপলাশীর রাত
দু চোখে স্বপ্ন মাখি
প্রাচীন হিরোশিমার বুকে আজও দেখি মৃত্যু মিছিল ।
************************************************************************************************
হামিদুল ইসলাম
জন্ম পঞ্চাশের দশকের মাঝামাঝি। ছোটোবেলা থেকেই লেখালেখি। স্কুলের একটি ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। কলেজ লাইফে বিভিন্ন পত্র পত্রিকায় অনিয়মিত লেখালেখি। স্নাতকোত্তর শেষে একটা ছোটো কাজ। লেখা নেশা। রক্তের সাথে মিশে আছে । এ যাবৎ এগারোটি একক কাব্যগ্রন্থ---- @ হৃদয়ে তুমি @ প্রথম কদম ফুল। @ কেষ্টপুরের কেয়া মল্লিক। @ এই সময় অস্থির সময়। @ রমা রায়। @ শব্দে সাজাই কবিতা।@ বেলাভূমি। @ ঈশ্বরের হৃদয়ে জলের শব্দ। @ নীল সমুদ্র। @ অতল জলের বসত। @ বলয় গ্রাস।
তিনটি ই কাব্যগ্রন্থ। @ এখানে আকাশ।@ হৃদয়ভূমি @ আরশিনগর। এছাড়া আছে বেশ কিছু অপ্রকাশিত নাটক ও উপন্যাস।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন