মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

লিটন শব্দকর



লিটন শব্দকর / দুটি কবিতা








ক্লোরোফিল

কাঠগোলাপ ভেসে যায় তেলসুরের ছায়ামাখা জলে

সে গাছের কয়েক সপ্তাহ পুরনো পাতা ঝড়ার আগে

কিছু বলতে চেয়ে বাতাসের দুলুনি চুম্বন জ্ঞানে সয়,

এখনো আবেদন সবুজাভ ফিকেপ্রায় ক্লোরোফিলে।


আলো জল বাতাসের ক্লোরোফিল সদ্যপ্রসূত অরণ্য।

কথা আর অভিজ্ঞ গৃহিনীর মতো পাতার সবুজ কণা

জাপটে ধরেছে পাহাড়ের নীরব বাহু অধিকারবোধে

আজ শুনতেই হবে; দাম্পত্য শুধু তার একারই নয়।

পিয়াশালের বিন্যস্ত ডালে ডালে কথারা পৌঁছে যায়

এখনো আবেদন সবুজাভ ফিকেপ্রায় ক্লোরোফিলে।


শেকড়ের পবিত্র অন্ধকার থেকে গ্রহের কথাকালে,

কতদিন ডেকে গেছি আমি মাটির আনাচে কানাচে।

সাড়া দিয়েছে বহুবছর পর ধূ ধূ মাঠে পুঁতেছি যখন

কুর্চির বীজ, অপেক্ষার শেষে দুধসাদা সুগন্ধী ফুল।

ধুলোর উপর এক নৈসর্গিক স্পর্শ কতটা সহজতর।

এখনো অরণ্য ডাকলে সাড়া দেয় ঘাস থেকে গাছে,

এখনো আবেদন সবুজাভ ফিকেপ্রায় ক্লোরোফিলে।





হেমন্ত ও একটি বেড়াল 

ভালোবাসা আর কচুরিপানা 

দ্বিবাহু মেলে আছে


সামনে দিঘি আর সংসার


তিনেক ফড়িংয়ের তিলেক কাঁপনে হেমন্তের


দুরন্ত লাট্টু, কবিতা থেকে টেবিল

টেবিল থেকে মেঝে

তারপর দরজার ওপারে


বেড়াল। খপ করে ধরে খেয়ালের ঘুর্ণি

পাঁচিলে লাফাতেই পিছলে ধানক্ষেত 


ডাঙায় নীরব হলুদ ধান হেমন্তের বিকেলে


***************************************************************************************************************




 লিটন শব্দকর

ঠিকানা: উত্তর ত্রিপুরা, ধর্মনগর শহর  শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ : অরণ্যলিপি সম্পাদক : আনন্দবার্তা সাহিত্য পত্র



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন