মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

গুচ্ছ কবিতা * প্রদীপ ঘোষ



আচার কাসুন্দি ইত্যাদি / প্রদীপ ঘোষ








বুদ্ধিজীবী

কাহারা হেঁটে যাও ন্যুব্জ,

চিত্তবিকারে !

ছায়া পড়ে কাহাদের

এ তল্লাটে?


থাকবে, তোমাদের কথাও লেখা

মুসোলিনি হিটলার আর....

এক মলাটে।



ঢেঁকিঘর

হাত থেকে কাঁসার থালা পড়ল মাটিতে

শব্দ ছড়িয়ে ছিটিয়ে ঝনঝন লেলিহান

যুবতী যুগল পা ঢেঁকির বুকে পাড় দিতে

বেআব্রু বীজের শরম,চৈ চৈ আমন ধান।



বোকা

ফুল ভালোবাসো ?

রজনীগন্ধার উল্লাস এক-ই, শ্মশানে চ বাসরে।

উন্নাসিকতায় বালির সৌধ বানাতেই পারো তবে 

দেখো জল আর হাওয়া বাঁচিয়ে।












পথের পাঁচালি

আমিতো তোমাকে চিনি, ঠিক নিজে তুমি যতটা। থেমো 

না লক্ষ্যে স্থির, হাঁটতে থাকো। ফুরায় শুধু জীবন না, 

আমিও, রাস্তা।



এত্তেলা

ছুট গ্যয়ি বরেলি কী বাজার, ঔর নফস কা ঝুমকা ভী

আবতো ইয়াদ ফরমাও মাহজবিন, দহেলিজ পে কভি।



বাসুকি

বুকে সিঁড়ি বেয়ে সরসর কে যেন নেবে গেল, অতলের প্রয়াসী

এতো যে উতরোল! জীবন হে! তবুও ভালোবাসি ভালোবাসি।



লকডাউন

তুমি আমি দু'জনেই মাস্কে। তুমি ভাবছো যেন সংক্রমিত না হই। 

আমিও তাই। ইংল্যান্ড থেকে কুড়িজন ফিরলো ভুয়ো ঠিকানায়। কে 

বলোতো ভাবে সংক্রমণ না ছড়াই ?



************************************************************************************************



প্রদীপ ঘোষ

 'দেশ' পত্রিকা সহ অন্যান্য লিটল ম্যাগাজিন, ই-ম্যাগে স্বরচিত কবিতা প্রকাশিত। ফেবুতে যথারীতি নিয়মিত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বঙ্গবাসী কলেজ)। পরবর্তীতে আইন নিয়ে পড়াশুনা (সুরেন্দ্রনাথ ল'কলেজ) এবং জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (সিওপি)। নিজ পেশা। কলকাতা নিবাসী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন