কবিতাগুচ্ছ * নীল কমল
মৃত্যু গন্ধ
(১).
গাছপালাহীন
গঙ্গার এই চরে
জলের ধার ঘেঁষেই
তোমার শেষ শয্যা
আমকাঠ, চন্দনকাঠ,
বেলকাঠ, ঘি, কাপুর দিয়ে ।
তুমি কি এভাবেই
চেয়েছিলে যেতে
শেষবারের মত
এই পৃথিবীকে ছেড়ে ?
আমার কাঁধই বুঝেছে
অভিমানের পাহাড়ের ওজন ।
আমার হৃদয়ই বুঝেছে
পোষ্য ওই দুঃখ পাখির কূজন ।
জয়ী
তুমিও হওনি শেষ পর্যন্ত
হার
আমিও মানিনি শেষমেষ
ড্র করেছি খেলা কম কিসের ।
ওই দেখ,
জ্বলন্ত পাটকাঠি হাতে
এগিয়ে আসছে মহাকালের ছন্দ ।
জ্যেষ্ঠ মাসের
রৌদ্র মাথায় করে ফিরছি বাড়ি
গুটিপায়ে আমার পেছন হাঁটছে মৃত্যু গন্ধ ।
(২).
মিনিট চল্লিশ
কেওড়াতলার
বিদ্যুৎ চুল্লিতে
তখন বসন্ত ।
ঘন্টা তিনেক
বলুয়া ঘাটের
কাঠের চিতায়
তখন জ্যেষ্ঠ মাস ।
মৃত্যু গন্ধ দিয়ে
চিনতে হয় সময়
ক্যালেন্ডার এখন
লাগে না আমার ।
(৩).
ছুঁটেছি সেই রাতে
চোখের ঘুম উপেক্ষা করে
অতিক্রম করেছি
কত পথঘাট শুকনো মুখে ।
শেষ বারের মত ঘি চন্দন
মাখিয়েছি হিমেল গায়ে
সুগন্ধিত ধুপ জ্বালিয়েছি
মুখে দিয়েছি দু ফোঁটা জল ।
আধখোলা চোখের পাতা, চেপে
দিয়েছি আমারই হাতের স্পর্শে
জানি চোখাচোখি হলে অস্বস্তিতে
পড়তে হবে তোমায় ।
মন্ত্র পড়ছে পুরোহিত
বলছে তোমার মুখে আগুন দিতে
পারিনি দিতে, ঠোঁটের উপর দিয়ে
ফিরিয়ে নিয়েছি জ্বলন্ত পাটকাঠি ।
চিতার আগুন নিভে যাওয়া পর্যন্ত
বসে আছি শ্মশানের ভিড়ে একাকী
পুড়েও পুড়েনা যে তোমার নাভিকমল
সেটা বিসর্জন দিয়েছি গঙ্গার স্রোতে ।
মুক্তি পেতে হবে কে বলেছে
বেঁচেই তো আছো রন্ধ্রে রন্ধ্রে
আমারই রক্তে মাংসে
ঘ্রাণে, অমর মৃত্যু গন্ধে ।
জীবন গন্ধ
(১).
প্রথম সিগারেটের ধোঁয়ার গন্ধ
প্রথম বৃষ্টিতে ভেজা মাটির সুবাস ।
প্রথম আলিঙ্গনের ছোঁয়ার স্মৃতি
প্রথম কান্নায় ভেজা চোখের আভাস ।
প্রথম কালবৈশাখির ঘনিয়ে আসা মেঘ
প্রথম শরতের শ্বেত-বক-রঙের আকাশ ।
প্রথম প্রেমের মাতাল করা দিনগুলি
প্রথম বিরহের সন্ধ্যাবেলায় দগ্ধ বাতাস ।
প্রথম ক্ষত বুকের উপর হাসতে হাসতে
প্রথম জয়ের গন্ধে ভরা আনন্দ উল্লাস ।
(২).
ফুল ফুটেছে, তাই বলে বসন্ত ?
না, টানা দু বেলা খেতে না পাওয়া
শিশুটির থালায়, আলু সেদ্ধ আর
গরম ভাতের সাথে, নেমে আসে বসন্ত ।
বসন্ত নামে, সারাদিনের হাড়ভাঙা
পরিশ্রমের পর, দিনমজুরের হাতে
যখন আসে তার ন্যায্য পাওনার টাকা ।
কোনো এক মানখারাপের বিকেলে
ডাক পিওন দিয়ে গেছে পোস্টকার্ড
বিশ্বাস কর, জীবন গন্ধে ভরা চিঠিতে
সেদিনই নেমেছে বসন্ত এই পৃথিবীর বুকে ।
(৩).
একটি গন্ধ
ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে
কোনো এক শরতের বিকেল বেলায়
ধানের শস্য থেকে ।
একটি গন্ধ
জ্বলে ওঠে যৌবনের বুকে হঠাৎ করে
আগুন হয়ে কোনো এক ফাল্গুনী সন্ধ্যায়
হওয়ার স্পর্শ পেয়ে ।
একটি গন্ধ
নাড়া দেয় সারাক্ষন, রাতের ঘুম কেড়ে নেয়
কানে কানে বলে কোনো এক নির্জন দুপুরে
এই এসেছে প্রেম, দরজা খোলো ।
**********************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন