শতদল মিত্র / দুটি কবিতা
যুদ্ধক্ষেত্র
হাওয়া ডিঙিয়ে
আলো গিলে
অন্ধ অন্ধকার আর
ভাঙা পথ
হয়তো তারার আগুন বাড়ন্ত
হয়তো পৃথিবীর সৌরবৃত্তি বিলীয়মান
হয়তো পাঁজর ফাটিয়ে নষ্ট অন্নের কান্না
জাড়-কুয়াশায়
পথের মাঝপথে পাঁচিল...
এবং মাটির দিব্যি
সাত জনম তেরো মৃত্যুর জল ছেনে
এত দূর এসেছি যখন
ফিরছি না
জানকীর চিতার ছাই ছিটিয়ে
বাতিয়ে তুলছি ধম্মভূমি
এক হাঁটু আগুনে অক্ষর বুনছি, আজন্ম
ব্রহ্ম বাজি!
কথা ছিল
কথা ছিল ঝলাস বুনব
বৈশাখের খর রোদে ঝড় ভালোবেসে
নিবিড় অরণ্যে শাখাও অগণন আত্মা ঘষে ঘষে
আগুনে উৎসবে তুমুল সামিল
আর প্রতীক্ষায় থাকব বৃষ্টির নাও-এর
হাতের পল্লবে হোমটিকা
বাতাসে লবণ ঘ্রাণ
কুলুঙ্গিতে ভাতঘুম
কোঁচড়ে খরিফ বাস
একদিন নদী আসবে দুয়োরে ভোরবেলা...
কথা ছিল
কথারা ফুটেছিল প্রজাতন্ত্রিক জ্যোৎস্নায়
আর কথার পরে কথা জমে জমে পাথর
পাঁজরের জলে শিলা ভাসে
এ কোন বানভাসি--
আমাদের আতপ গিলে খায়!
***********************************************************************************************



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন