মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

অর্পিতা ঘোষ পালিত




অর্পিতা ঘোষ পালিত / দুটি কবিতা

বিদ্যুতের সুর








সন্ধ্যাবেলা দেখা হতে –

হাত ধরে  নিয়ে গেলে গাছের তলে।

কোথা থেকে দামাল ঈশানি মেঘ উড়ে এলো,

দিগ্বিদিক হাওয়া আর দুরুদুরু শব্দ… 

স্ফুলিঙ্গের উষ্ণ স্পর্শে  থরথর কাঁপুনি,

চমকে উঠে প্রলয় আসে পৃথিবীর বুকে।


ঝঞ্ঝা শেষে নেমে আসে বৃষ্টি


এখন বৈধতার খিদে নিয়ে –

সরলরেখায় হাঁটি,

সূর্যোদয়ের আশায়।













বাঁধনহীন

নদীকে আজলায় রাখতে চেয়েছিলে,

সে ধরা দিতে জানেনা–

কেননা সুখা মাটি অপেক্ষায় ...


অনাদরে পড়ে থাকা 

চারাগাছ-গুলোর  হাসি দেখে

আনন্দে লহরী ওঠে ওর বুকে।


****************************************************************************************


অর্পিতা ঘোষ পালিত

জন্ম নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে, বসবাস করে কলকাতায়। ছোট থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ।  বিভিন্ন পত্র পত্রিকা, গ্রন্থ, মাসিক, শিশু-সাহিত্য, বাংলাদেশ, নিউ জার্সি, প্যারিস,কানাডার প্রভৃতি পত্রিকায়, দৈনিক খবরের কাগজ ও আসামের দৈনিক কাগজে অসংখ্য লেখা প্রকাশিত। একক কাব্যগ্রন্থ " পাথর পাতা নদী" ও গল্পগ্রন্থ " জীবন কুড়ানো প্রহর" পাঠকের মাঝে  সমাদৃত । কলকাতা বইমেলায় নদিয়ার বারো জন কবির জীবনি নিয়ে প্রবন্ধের বই প্রকাশ হচ্ছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন