মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

গোবিন্দ মোদক



গোবিন্দ মোদক / দুটি কবিতা

প্রত্যয়হীনতার গান 








'কাল থেকে আর কোনও কাজে ফাঁকি দেব না' 

এই নিশ্চিত প্রত্যয় নিয়ে ঘুমাতে যাই প্রতিদিন। 

অথচ ঘুম-পর্ব পার হতেই 

আমি আবার হয়ে উঠি বল্গাহীন ঘোড়া 

যার সামনের পা'দুটি জুড়ে শুধুই তুফান, 

পেছনের পা'দুটিতে অতলান্ত প্রত্যয়, 

আর কষ নেমে আসা ফেনায়

বিধ্বংসী টর্নেডোর রণহুঙ্কার।


কিন্তু এভাবে দিন দিন নিজের কাছে 

হেরে যেতে মন চায় না। 

অতএব কিছু গান বাজনার আয়োজন করি, 

হাতে হাত মেলাই, সুর বাজাই,

আর বিস্মৃতির সমূহ অন্তরালকে বিস্তৃত হয়ে 

রচনা করি স্বঘোষিত কোনও শর্তাবলী। 

মনে বিশ্বাস রাখি —

কাগজও জানে না কলমের মনের কথা। 

কাজেই যে প্রত্যয় নিয়ে প্রতিদিন ঘুমোতে যাই, 

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তার সলিল সমাধি ঘটে 

নিরুচ্চার উচ্চারণে। 












সম্পর্ক 

কতোদিন পর দেখা হলে

সম্পর্কটাকে অগোছালোভাবে ঝালিয়ে নেওয়া যায়, 

তার কোনও সর্বজনগ্রাহ্য হিসাব হয় না।

তবুও অনন্ত দ্রাঘিমারেখা জুড়ে

যখন ভেসে যায় মনের পালক,

আর ফুলেল ভোর নিয়ে আসে সকালের চিঠি,

তখন পারিজাত সম্পর্ক খুঁজে পায় সহজাত সুর, 

বাঁধা তানে হৃদয়-তন্ত্রী ছুঁয়ে নূপুর বাজে ....

আর নরম একটা রোদের অপেক্ষায় 

বুক জুড়ে বেজে ওঠে নবান্নের গান ; 

গাঢ় স্বরে বলি - "ভালো আছো তো?"

কথা শুনে আকাশ তার বুকে

ভাসিয়ে দেয় মেঘের ভেলা

ঝরে পড়বার সুতীব্র আবেগে।



************************************************************************************************



গোবিন্দ মোদক 

কথা:- জন্ম 05-01-1967 
শিক্ষাগত  যোগ্যতা :- M.Com (C.U.)।  
পেশা :- প্রথম জীবনে অধ্যাপনা, পরবর্তীতে India Post (ডাক বিভাগে) কর্মরত।
বাণিজ্য বিভাগের ছাত্র হওয়া সত্বেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঐকান্তিক অনুরাগে হাতে তুলে নিয়েছেন কলম। কবিতা, গল্প, প্রবন্ধ, রম্য রচনা, উপন্যাস ইত্যাদি লিখলেও ছোটদের জন্য ছড়া-কবিতা ও গল্প লেখার মধ্যেই খুঁজে পান অধিকতর তৃপ্তি। প্রচারবিমুখ আত্মমগ্ন এই মানুষটি লেখালিখি ছাড়াও ভালোবাসেন:- বই পড়া, গান শোনা, পত্রিকা সম্পাদনা, অনুষ্ঠান সঞ্চালনা, বেড়ানো, সাহিত্য বিষয়ক নির্ভেজাল আড্ডা, এলোমেলো ভাবনায় নিমগ্ন হওয়া।

প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (1397) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) 1989 সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে 1989 সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়।

    প্রকাশিতব্য গ্রন্থ:- পদ্য ভরা আমার ছড়া * ছন্দ ভরা আমার ছড়া * রূপকথার রূপ-কথা * ভয়ঙ্কর প্রতিশোধ *  গুপ্তধনের সন্ধানে * জীবনের রোদ-রং ইত্যাদি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন