যুগল কিশোর দাস অধিকারী / একটি কবিতা
সাবধান
পাহাড় ভাঙ্গার শব্দ শুনতে পাচ্ছ ?
শুনতে পাচ্ছ সমুদ্রের অশান্ত গর্জন!
জঙ্গলে জ্বলা বারুদে চোখ -
আর তার ধারাল নখ?
মূহুর মূহু ফাইটার প্লেন উড়ছে,
এ প্রান্ত থেকে ও প্রান্তে -
কি জন্য? তাও যদি তুমি জানতে!
প্রতারিত বেকারের গুমরান প্রতিবাদ
বঞ্চিত কৃষকের ঝলসে ওঠা কাস্তে,
মুখর হচ্ছে আস্তে আস্তে।
আকাশে বাতাসে বারুদের ঘ্রাণ,
আত্মাহুতি দিতে প্রস্তুত প্রাণ,
বিপ্লবের ঢেউ আসছে,
বাতাসে তার'ই গন্ধ ভাসছে।
সময় থাকতে সাবধান হও -
সুনামি যদি আছড়ে পড়ে,
খড়কুটো হয়ে উড়ে যাবে ঝড়ে।
***********************************************************************************************
যুগল কিশোর দাস অধিকারী
অবসর প্রাপ্ত কর্মচারী। বেসরকারি প্রতিষ্ঠানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ইনচার্জ ছিলেন। ২০২১ এ অবসর গ্রহণ করেছেন। শিক্ষা M Com, B Ed, Foreign Trade Mgt । বর্তমান লেখালেখি বাগান, ও কিছু সমাজসেবা মূলক কাজ করেন।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন