মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

দেবার্ঘ সেন



দেবার্ঘ সেন / দুটি কবিতা

ঘড়ি








জনপ্রিয়তার লোভে মানুষ 

বিকৃত হয়ে গেছে। 


এখন শুধুই শূন্যতা


তোমাদের উল্লাস দেখে চিন্তা হয়,

চিন্তা ভয়ে গিয়ে ঠেকে।


ঘড়ি তার ডানা ঝাপটায়।


প্রতিটি ঝাপটায় খসে পড়ে আলপিন,

প্রতিটি আলপিনে তেলের গন্ধ 

আর পা চাটা জিভের

ব্যাকটেরিয়া কথা...













লিংক নেই

যেভাবে জিভ কাটল

কমলো ব্যাংক ব্যালেন্স 


ইউপিআই- এ উন্নত হলো দেশ

শাটার পড়ল দোকানের 


ভিপিএনে কাটলো রাত

পরদিন পাসবুক আপডেট 


আউট অফ্ সার্ভিসে নাজেহাল 

উসকো-খুসকো 'লিংক নেই' বিপ্লব


মাঝির বিষণ্নতা তবু হায়

না জানলো খুদা, না জানলো নৌকা...



****************************************************************************************************



দেবার্ঘ সেন

এ সময়ের অন্যতম শক্তিশালী তরুণ কবি। বিষয় ভাবনার নানাবিধ বৈচিত্র ছুঁয়ে থাকে তাঁর কবিতা। স্বকাল ও স্বদেশ ভাবনা তার মধ্যে অন্যতম । দেবার্ঘ সেন-এরকবিতার বই---) সমান্তরাল, দিগন্ত প্রকাশন ২) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন ৩) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ৪) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন ৫) স্পর্শ নামক জেলখানা, একটি গীর্বাণ প্রকাশনা ৬) ভাতের জন্ম, সাপ্তাহিক ব্ল্যাকহোল প্রকাশনা । বইমেলায় প্রকাশিত ----



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন