মধুমিতা বসু সরকার / দুটি কবিতা
রাধাভাবদ্যুতিসুবলিতং ----
আমার হাতে চ্যানেল করা যাচ্ছেনা ---
অপারগ ডাক্তার নার্সদের তৎপরতা সত্বেও --
ইন্ট্রাভেনাস জরুরি --
অথচ আমি অদ্ভুত দক্ষতায় চ্যানেল করেছি
তোমার গভীরে--
তুমি বিবর্ণতা ছেড়ে বেরিয়ে আসতে চাইছো
তোমার চোখে সবচেয়ে মূল্যবান রঙীন চশমা -
শুঁয়োপোকা থেকে প্রজাপতির বিবর্তন, অমূলক নয় --
ডারউইন আপনি যদি বেঁচে থাকতেন-
এই কি সাময়িক মোহগ্রস্ততা--
এমনটি কোরোও না ---
অভিমুখ বদল, বহুগামিতা যদি সমার্থক হয় --
আমাতেও ক্লান্ত হওয়া অমূলক নয় -
তার,চেয়ে এই ভালো কবিতায় বাঁধা --
তুমি তো ছেনাল কৃষ্ণ, আমি তবে পিচ্ছিল পথ --
বহিরঙ্গে রাধা,---
ছলনা
অনাস্বাদিতপূর্ব তুমি -
কিছুই চিনিনি, তোমার অলিগলি আনাচ কানাচ -
হয়নি তো নিবিড় কথন -
পড়েছিল উচ্ছল নদীর গালে টোল -
কতবার চশমার কাঁচ তোমার হাতি ছাপ শাড়ির আঁচলে -
মনে মনে
স্মৃতিগুলো পোড়াতে পারিনি তীব্র দাবানলে -
তুমি কি জানতে এতোটুকু?
নাকি বোঝানোটি জরুরী ছিল খুব?
পুড়ে গ্যাছে সব, দহিত হয়েছে গুপ্ত জ্বালামুখ
তবু আমি তোমার জানালায় কোনও বিষাদ রাখিনি --
নিজেকে অর্বাচীন ভেবে মিথ্যা স্তোকও দিইনি -
তবুও তো প্রথম ভালোলাগা, একটু একটু করে আত্মরতির পাঠ -
বয়ঃসন্ধির কাল সেই কবে পেরিয়ে এসেছি --
তোমার মুখের আদলে কোন চাঁদ আজোও জোৎস্নায়
ছেয়ে ফেলে আমাদের যৌথ বিছানা --
দ্বিখন্ডিত মন নিয়ে এ কি ব্যাভিচার -
পাশের মানুষ জানেনা, কে আমার প্রেম - কোনটা ছলনা --
********************************************************************************************************




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন