মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

বিকাশ চন্দ



বিকাশ চন্দ / দুটি কবিতা 

অন্তরে জননী জন্ম স্থপতি 








উন্মাদ সময়ে ভিন্ন সব মানুষের ইতিহাস একাকার 

সশরীরে সকল মায়ের বেদনা সর্বত্রই একই শিশুর মায়া 

আমি অন্তর খেলায় কেবলই শরীর সাজাই নিরন্তর 

এখানে অনাবিল সকল শব্দেই রক্ত ক্ষরণ মানুষের স্তুপে 

সকল দুঃখ মিলেমিশে কখনো ডাকেনি বরাভয় মুদ্রা 

চাঁদের ঘর দেখতে আমার জীর্ণ বাসস্থান ধুলো মাটি ঘর 

মধ্যিখানে ফুটোতে সূর্য আসে চাঁদ আসে আলোর বাসরে 

সুখ আসে অনায়াসে ভুলে যাই স্বধর্ম অনুরাগ 

স্নেহের বশ্যতায় দু'বাহুমূলে লুকিয়েছি সকল সৃজনানন্দে 


একটা দিন বড় শ্রুতি হীন কখনো বা স্মৃতি হীন যোগ্য অবসর 

বড় জোর নিজেকে ছড়াতে পারি মাত্র একশো আট বার 

আমার তখন কান্না পায় দৃষ্টি হীনতায় ভ্রষ্ট দিনাতিপাত 

সব দিক চিহ্ন আসে না চোখের গোলোকে আলোময় স্তুতি 

আবারও সেই মানুষ আধারে স্বয়ম্ভু আমি আনাড়ি একক 

তোমরা এলে অঞ্জলি ভরে দিলে জাগে দৈববাণী 

কত শত ফুলের পাঁপড়ি কত বর্ণ ময় শাস্ত্রীয় নিদান 

দেবতারা বোঝে না পাতা ফল জননী ফুলের গর্ভ কেশর 

প্রজাপতি এসেছিল দিয়ে গেছে পরাগ রেনু দীপাবলি বেলা 

ভরে উঠলো ঘর গেরস্থালী আনন্দ আলো সবুজ শস্য সম্ভার 

সকল আলো ঘরে ভিন্নতা মা-ই জানে ভালো চিরন্তনী বোধন 

অনন্ত কাল ঘিরে আছে অন্তরে জননী জন্ম স্থপতি 












অরণ্য চন্দ্রিমায়

চেনা মুখশ্রী জুড়ে ভর দুপুরের রোদে রক্ত তারা খেলে 

অক্ষর প্রীতি ঝরে পড়ছিল মানুষের ভাষা ও বিপ্লবে

কোন কোন চিত্রকর পরমাত্মা পেয়ে যান সম্ভ্রমে সম্পদে

একাকীত্বে কোন আত্মদর্শন চেতনার নির্মোহ ঘরে 


মরুভূমি জানে না দক্ষ নাবিক সমুদ্র প্রেমে মগ্ন মৎস্য কন্যা 

গরিয়সী পা রেখেছে করুণাময় মাটিতে জানে বনবাসী 

বিষণ্ণতায় অবাক চোখে চিকচিক অনন্ত সুষমা খোঁজে 

চিরকাল চাঁদ আলোয় জাগে চেনা নোনা চাতর 

তবু বন ঘরের উঠোনে চারা গাছ পুঁতে জানান উপস্থিতি 


বৃক্ষমাতা জন্মমাতা জানে শিকড়ে শিরায় অক্ষর যন্ত্রণা

সকল ভূমি প্রেমে নামে চাঁদ জলে খেলে ঈশ্বর আল্লা

ভাঙাচোরা মন্দির উপাসনা ঘর ঝুপড়ি জানে হিরন্ময় প্রহর 

কেবল পতাকা ওড়ে শহীদ মায়ের বুক পোড়ায় কান্না আগুন

গ্লাভস খুলে ফেলা হাত করমর্দনে আর রক্ত লাগবে না


শূন্য পথের প্রগলভতা জানে জনপদ নিজস্ব ধুলো মাটি 

মহাপ্রভুর চৈতন্য কথা ভাসে নিভৃতে জ্যোৎস্না প্রণয়ে 

বাস্তুহীন মানুষের শূন্য কোঁচড়ে রক্তে ভেজে বাঁচার ইচ্ছে

নির্ভার শরীরে প্রতি চুম্বনে ভেজে নিয়তি অরণ্য চন্দ্রিমায়



************************************************************************************************



বিকাশ চন্দ 

 জন্ম ১লা এপ্রিল ১৯৫৫
লেখা শুরু ১৯৭২ থেকেই। গল্প, কবিতা, কাব্য নাটক,
গল্প, প্রবন্ধ নিয়ে এখনো জীবনচর্যা। প্রকাশিত 
কাব্যগ্রন্থ  :  বীজে অঙ্কুরে বিনষ্ট শিকড়ে ২০০৭,
বর্ণবিহীন বর্ণবিকাশ ২০১৬, ঋতু বদলের ছবি ২০১৭,
আকাশ গঙ্গায় নক্ষত্র ভেলা ২০১৭, বিষণ্ণ দ্রোহ কাল ২০১৮,
শূন্য শরীরে স্থপতির হাত ১৪২৫, সাদা ফুলের কফিন ২০২০,
অনুচ্চারিত শব্দের কোলাহল ১৪২৭, হৃদয় বাঁচে আত্মার 
আড়ালে ১৪২৮, প্রকাশ অপেক্ষায় : কাব্য নাটক "ঝিনুকের
চোখে মুক্তা জল " কাব্যগ্রন্থ "কোন যতি চিহ্ন নেই "। 
কলম আঁকড়ে বেঁচে থাকার প্রয়াসেই কালাতিপাত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন