মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

সম্পাদকীয়



**********************************************

সম্পাদকীয় 

স্বরবর্ণ * ১২ * বসন্ত সংখ্যা 

২ ফাল্গুন ১৪২৯ * ১৫ ফেব্রুয়ারি ২০২৩

***********************************************


বইমেলার উত্তাপ বইপ্রেমীদের মন থেকে এখনও মোছেনি। এরই মধ্যে স্টেশন ছেড়েছে শীত। সিঁড়িতে হামা দিচ্ছে শিশু বসন্ত। ডোরবেল বেজে উঠবে, বেশি দেরি নেই। এখনই কান পাতলে শোনা যায় দূরাগত কুহুধ্বনি। শিমুলে -পলাশে -আম্রমুকুলে সাজছে আকাশ। সাজছে প্রকৃতি। কিন্তু, ফিরে দেখার তেমন মানুষ কই?


যথারীতি, রাজনীতির উত্তাপ ছড়াচ্ছে গা-গঞ্জ, শহর, শহরতলীতে। আপাতত, উপলক্ষ পঞ্চায়েত ভোট। বোমা -বন্দুক -পিস্তলে ক্ষমতা দখলের লড়াই। রক্ত, খুন, গোষ্ঠীদ্বন্দ্ব ...নৈমিত্তিক ঘটনা। কিন্তু কে রাজা ছিলেন, পরবর্তীতে কে আসবেন, খিদে তো এত সব বোঝে না। চাল -ডাল -আটা -ময়দা -সর্ষের তেল- গ্যাস ...যতই মহার্ঘ হোক, খিদের কোনও ঋতু পরিবর্তন নেই। প্রশ্ন এই, দিন-আনা দিন-খাওয়া মানুষের মুখে খিদের অন্নটুকু যোগানোর ভরসা দেবে কে? যোগ্য প্রার্থীর যোগ্য পদটির উপযুক্ত পাহারাদার হবেন কে? এ প্রশ্ন তোলা রইল কলম, তোমার জন্য।


যাক, প্রসঙ্গে ফিরি। বর্তমান সংখ্যাটি প্রকাশের সঙ্গে সঙ্গে 'স্বরবর্ণ' তার যাত্রাপথের দু'টি বৎসর সম্পূর্ণ করল। কোনও বিরতি না দিয়ে। একটানা। অবিরাম। যদিও এখনও অনেক চলা বাকি তার। তবুও ইতিমধ্যেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে তার স্বরের বৈশিষ্ট্যটুকু। এ আমাদের কাছে কম গর্বের নয়। যাইহোক, নিয়মিত বিভাগগুলির সঙ্গে সঙ্গে এ সংখ্যা থেকেই শুরু হল আর একটি ধারাবাহিক উপন্যাস 'বামনের চন্দ্রাভিযান'। লিখছেন বিশ্বনাথ পাল।

' উপেক্ষা, অনাদর আর দারিদ্র্যের তীব্র দংশনজ্বালা দাঁতে দাঁত চেপে, একটি যুবক কী ভাবে একক নিঃসঙ্গ লড়াইয়ে জীবনের সাফল্য ছিনিয়ে আনে, এই উপন্যাস তারই জীবন্ত আখ্যান। লক্ষ লক্ষ বেকার যুবকের বেকারত্বের জ্বালার বাণীরূপই শুধু নয়, তা থেকে উত্তরণের অমোঘ বিশল্যকরণীও বটে এই উপন্যাস।


দু'টি বৎসর চলার পথে যে সব কবি, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের পাশে পেয়েছি, তাঁদের সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। এবং ভরসা রাখি আগামীতেও তাঁদের সঙ্গে পাব। 


**********************************************************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন