শ্রীদাম কুমার / দুটি কবিতা
বধ্যভূমি
বধ্যভূমিতে দাঁড়িয়ে আছি এতকাল
বারবার মেরেছ পেরেক তোমরা ,
আমার কফিনে
জেগে উঠেছি আমি আবারো
ক্রশবিদ্ধ যীশুখ্রীষ্ট্রের মতো
বৃক্ষ থেকে ঝরে পাতা এক একটি
যাপিত জীবনের পত্রমর্মর
উদাসীন বাতাসের কণ্ঠে
দ্রোহের অহং আমার তবু যাবে না মুছে
উঠে আসে নতুন পাতা দূর বনান্তের ছায়ায়
দুপুরের বালুচর খুঁড়ে খুঁড়ে গড়ায় ক্লান্ত বাতাস
নিংড়ানো বিকেলের পেয়ালায় চুমুক দিয়ে যাই খালি
ছুটে আসে বিদ্রুপ নিক্ষিপ্ত তীর যত
আরো কত উদ্যত শাণিত ফলা....
বিদ্ধ হতে হতেই এগিয়ে গেছি
বধ্যভূমির দিকে নিরূপায়
শাণিত ফলার উদ্যত নিপুন বিন্যাসে
সাজিয়ে চলছ চক্রব্যুহের গোপন আবেষ্টনী..
রথী মহারথীদের দুর্লভ মৌনতা
তানপুরায় ধরিয়েছে চিড়,
সমর কুশলতা অপার তোমাদের
আমার চারপাশ করেছ বধ্যভূমি।
কবিজন্মের পথে
১.
হতভাগ্যের কবিজন্মের যাপন আঙিনায়
হেঁটে চলি আমি, হেঁটে যেতে হয়
সত্তার মরমী আলাপে নিরন্তর
এছাড়া আমার নেই অন্য কোন পথ ....
ফুরোবার নয় এ ঋণ একজন্মে কখনোই...
২.
কবিজন্মের পথে পথে চিনে যেতে হয়,
চিনে নিতে হয় গত জন্মের ফেলে যাওয়া
অসমাপ্ত কথকতার উৎসমুখ....
অস্থিমজ্জায় নিহিত যে অক্ষরগুলি নিঃশব্দ,
অভিঘাত ভরা। রক্তের গহীনে তুলে যায় স্বর...
৩.
মন কষাকষি, ভূলোমন লবেজান প্রাণ
খাঁচাছাড়া আত্মারাম,তালিমারা গার্হস্থ্যের চাদরে...
ছায়ার মতন চলে আমার কবিজন্মের পথে
ঝঞ্ঝার মেঘ বুকে নিয়ে প্রতিদিন
৪.
তোমাদের ছোঁড়া বিদ্রুপগুলি ছুটে আসুক সহস্র
সামনে তার পেতেছি ভীষ্মঅঙ্গ।
৫.
চুরাশি লক্ষ ভুবনের দরজা পেরিয়েই
আমার এই কবিজন্মের পথ...
নির্মাল্য আরামবিহীন অমোঘ...
৬.
বেড়াঘেরা যে ভেড়াজীবন,আঁচলবাঁধা
অপার সুখ-শান্তি,
আমার এই কবিজন্মের নয় তা কখনোই ...
************************************************************************************************
জন্ম : ২৪ এপ্রিল ১৯৭৩ ভাড্ডি গ্রাম,গড়জয়পুর,পুরুলিয়া। একান্নবর্তী পরিবারে জন্ম , বেড়ে ওঠা ।অন্তর্মুখীন স্বভাবের,প্রচারবিমুখ। কবিতার পাশাপাশি গদ্যেও সাবলীল । 'মাদৈল', অরন্ধন, রঙিন ক্যানভাস, 'কবিতা আশ্রম'-এর মত ওয়েব ম্যাগাজিনে মাঝে মধ্যেই কবিতা প্রকাশিত হয়ে থাকে।'এবং কথা'-র মত ধ্রুপদী মানের মুদ্রিত পত্রিকাতেও লেখা বের হয়েছে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন