মালা ঘোষ মিত্র / দুটি কবিতা
সোনালী ফসল
উপলব্ধির ঘেরাটোপে ক্রমশ বেড়ে উঠছি
বহুদিন ধরে ক্লান্তি এসে জড়ো হয়।
সমগ্ৰ পৃথিবী থেকে যায় ------
বাতাস হিমেল, নির্জন পথে বুনোফুলের গন্ধ,
বড়ো বেশি মনে পড়ে -----
গোপনে থেকে যায় শূণ্যতা
চেনা পথে অবিরাম অচেনা সুর
কত সহজেই শেষ হয় সব কথা।
এইভাবেই ধূ ধূ দুপুর -------
ঘুঘু পাখি ডিমে তা দ্যায়।
দোয়েল বসেছে টমেটোর খেতে।
মাঠভরা সোনালী ফসল,
কি যে এক ভালোলাগা
চুম্বন দিয়ে আঁকি
তোমার শিশির ভেজা চুল।।
রঙ
জোনাকির আলো অন্ধকারে কথা বলে,
তেলের বারান্দা থেকে
মেপে রাখি, নিচে বিরিয়ানির গন্ধ
মিশে যায় বাতাসে। দরজা খোলা
নিঃশব্দে টিভি চলে, ভেসে যায়
সমস্ত রঙ, দূরত্ব----
অপেক্ষায় থাকে অক্ষরেরা
সমস্ত বিস্ময় নিয়ে বেজে ওঠে
ঢংঢং, পেন্ডুলাম দুলতেই থাকে।
আরশোলারা সঙ্গম চালিয়ে যায়।
মাটির বাসায় ঢুকে পড়ে
কালো শুঁড়ওলো পোকা দুটি।
প্যাঁচাটা ঠিক ধরে ফ্যালে
সাদা পায়রার বাচ্চাদের।।
*******************************************************************************************************


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন