মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

কবিতাগুচ্ছ * দেবার্ঘ সেন

 



' পায়ের তলা থেকে পৃথিবী সরে যাচ্ছিল / আমি তবু অপূর্বতেই ডুবেছিলাম ' জীবনে ব্যথা আছে ,ব্যর্থতা আছে ,মাঝে মাঝে পায়ের তলা থেকে মাটি সরে যায় ,তবু জীবনপিপাসা মেটে না ..যন্ত্রণাদগ্ধ কবি অপূর্বতেই ডুবে থাকেন , এই মর্ত্যমায়াই সমস্ত সৃষ্টির উৎসমূল... যেমন কবি দেবার্ঘ সেন-এ ...পড়ছি ---



কবিতাগুচ্ছ * দেবার্ঘ সেন


অথচ যাঁরা সুবর্ণ প্রেমিক 



রাত বাড়ছে, না বেদনা বাড়ছে

বুঝতে পারছি না। 

শুকনো ক্ষয়ের বৃত্তান্ত থেকে শ্মশান চৌহদ্দি 

কে তুমি!! আলো হয়ে তাকাও 



পায়ের তলা থেকে পৃথিবী সরে যাচ্ছিল

আমি তবুও অপূর্বতেই ডুবেছিলাম। 

জলের তোড়, নারকেল গুঁড়ি 

- কী ভয়ানক প্রকৃতির আড়িভাব। 



ধূসর সায়াহ্নে দিগন্তের দিকে তাকালে

মনে হয়, যেন একটা সাপ শুয়ে আছে 

অপরিচিত

অথচ যাঁরা সুবর্ণ প্রেমিক 

তারা সেই সাপের শরীরে 

প্রেমিকাকে খুঁজে খুঁজেই

লাট্টুর সমার্থক। 



কপালের ব্যথা মুক্তি, কোনও অংশেই

নির্ভেজাল নয় 

অবনতি কোণ ধরে, পাথর গড়িয়ে পড়ে। 

চাবুক তার স্বপ্ন ছুঁড়ে মারে

উচ্চাসীনে থাকা জনদরদি আলোয়

ভালোবাসার অনুরণনে 

এই নাও প্রায়ান্ধ জীবন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন