মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

তাপস কুমার মন্ডল


 


' তোমার শরীর জুড়ে তখন সায়ানাইড সভ্যতা / আর আমি, নগরীর নির্মাণে মূর্ছিত গ্রিক শিল্পী। ' সুন্দর আর সৌন্দর্যের অভিজ্ঞান এর চেয়ে ভালো  আর কী হতে পারে ? ' খোলস পাল্টানো গিরগিটিগুলো ' বলতে কবি কী ইঙ্গিত করতে চান ,সমাজ রাষ্ট্রের কোন অসঙ্গতি তুলে ধরতে চান, তা-ও অলক্ষ থাকে না। আর এ সবই ঘটে চলে কবির ভাব কল্পনা এবং বোধের জগতকে উদ্ভাসিত করে । পড়ছি ----



কবি তাপস কুমার মন্ডল-এর দুটি কবিতা 


ঘুমের মধ্যে বেশ্যাবৃত্তি বারণ



গতরাত্রে আমি কবরখানায় কাটিয়েছি

নিশ্ছিদ্র অন্ধকারে, তোমার দরজায় মাথা রেখে

আকাশে অজস্র তারারা আমার দিকে চেয়ে ছিল

কিন্তু জোনাকিরা ছিল না।

আমাদের দূরত্ব ছিল মাত্র ছয় ফুট

অথচ তোমার গায়ের গন্ধটা আমি পাইনি

আমি তোমায় বারবার ডেকেছি

কিন্তু আমার শব্দ পৃথিবীর নিচে পৌঁছায়নি।

তোমার কবুলনামায় সেদিন আমাদের যে কান্না ছিল

পুনরুজ্জীবনের পথে তারা নেমে আসছে,

আমাদের পায়ের নিচে বাতাসের ক্রমাগত রক্তপাত হচ্ছে

যারা জাতিস্মরে বয়ে নিয়ে যাওয়া অভিমানের আপেক্ষিক।

কালো নেকড়ের মতো কুয়াশায় তোমার শরীরের স্পর্শ

কেমন যেন হঠাৎ করে নেমে এলো

আমি তোমায় দেখলাম, সেই উলঙ্গ শরীর

আতরের তীব্র গন্ধে ভরে গেল রাত্রিটা

এই অন্ধকারেও তোমার গলার দাগটা এখনোও রক্তিম

সেই দাগ কি মুঁছবে আমার চুম্বন দিয়ে?

আজ যেন তুমি বিপজ্জনক সুন্দর হয়ে উঠেছো

হয়তো পৃথিবী তার ঔরসে তোমায় নবযৌবন দিয়েছে

তোমার শরীর জুড়ে তখন সায়ানাইড সভ্যতা

আর আমি, নগরীর নির্মাণে মূর্ছিত গ্রিক শিল্পী।

আমার জ্ঞান ফিরেছে কাঠ গড়ায়

পৃথিবীর কখনো বিচার হয় না, আর আমি তো নক্ষত্র

অথচ একটা জগাখিচুড়ী খসরা তুলে ধরা হলো...

অসংখ্য কবরের শায়িত মৃতের ধর্ষণ।

বোকা দর্শনার্থীদের সামনে আমার উত্তর মেলেনি

যেখানে আমার চোখে শুধু তোমার শরীর ছিল,

অজস্র উল্কাপাত হচ্ছিল দূরে, কোনো শহরে

সব চক্রান্তের আয়োজনে আমি একা দাঁড়িয়ে,

শুধু তোমার বয়ান টুকুই পাওয়া যায়নি।

কফিনে মোড়া থাক রাষ্ট্রদ্রোহীতার প্রেম

যেটুকু কলঙ্ক, তা ব্যাক্তিগত থাক হয়ে।

ঘুমের মধ্যে বেশ্যাবৃত্তি বারণ ছিল

তাইতো আজও আমি পাথর মেঝেতে শুয়ে।



রাজা হওয়া অপরাধ


আমি ছায়াপথ ধরে হেঁটে চলি

ছত্রপতি ব্যাঙ্গাচির গায়ের রং মেখে

এই ভূখণ্ড থেকে অনেক অনেক দূরে

যেখানে খোলস পাল্টানো গিরগিটিগুলো

লজ্জায় ফিরে আসেনি।

বিশেষ দ্রষ্টব্যে আমার অভিযোগ লিখে রাখিনি কখনো

কারণ রাজা হওয়া অপরাধ।

আমার বিমূর্ষ কোষগুলো লুকিয়ে রাখি

মাটির অনেক গভীরে,

উইপোকাদের সঙ্গে আমার ভীষণ আলাপ

শয়তানের হাসি যাদেরকে মোটেও বিরক্তি করে না

আমি রাজা হওয়ার দায় 

তাদের ওপরইতো চাপিয়ে দিয়েছি, নির্দ্বিধায়।

সহানুভূতির আবর্তিত মেরুকরণ 

রাজার ধর্ম বিকিয়েছে চড়া দামে

এই কিন্নর হেঁথেল ডালে যার প্রতিরোধ মূর্খামি।

আসলে সবার জীবনেতো আর

নূরজাহান আসে না।।


 

তাপস কুমার মন্ডল-এর প্রকাশিত গ্রন্থ, " দ্য পারফেক্ট মার্ডার"












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন