মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

সুমন বন্দ্যোপাধ্যায়



শব্দের কুশলী প্রয়োগ, উপমা চিত্রকল্প সৃষ্টির অনায়াস দক্ষতা় সুমন বন্দ্যোপাধ্যায়- এর কবিতাকে ভিন্নমাত্রা দেয়। ' ভাঙা ব্লেডের মতো ভোর '  কিংবা শান্ত রমণীর মতো দূর্বাঘাস ' এমন সব শব্দবন্ধ আমাদের মুগ্ধ করে  । পড়া যাক ----



কবি সুমন বন্দ্যোপাধ্যায়-এর দুটি কবিতা  


পরিযায়ী


বন্ধ ধানমিল পেরিয়ে

তুমি হেঁটে যাচ্ছ রেললাইনের কাছে

যন্ত্রণা খুলে খুলে হাওয়াতে উড়িয়ে দিচ্ছ 

পাথরকে গল্প শোনাচ্ছ রাক্ষসী খিদের 


তোমার হাঁটুতে ফড়িং এসে বসছে 


ঝাঁপ নামানো চায়ের দোকানে 

জমা হয়ে আছে যেসব তৃষ্ণা

তুমি তাদের গজল শোনাবে বলে 

সুর হারিয়ে ফেলছ বারবার


দিগন্তের অনেকটা নিচে 

ভাঙা ব্লেডের মতো ভোর


কাক ডাকছে 

কোকিল ডাকছে 


তোমাকে ডাকছে না কেউ আর। 



 নিশি


দলছুট হরিণীর গ্রীবায় 

সন্ধা ছড়িয়ে গেলে 

মনখারাপের পাশে চুপ করে বসে থাকে 

শান্ত রমণীর মতো দূর্বাঘাস 


খুব মৃদু শব্দের ভেতর

পাতারা ঘুমাতে যায় পাতার বিছানায়


এসব দৃশ্যের কাছে চোখ বাঁধা রেখে

হাওয়ারা উদার হয় জন্মের মতো 


দূর গ্রামে রব ওঠে


একে একে নিভে যায় জোনাকির যোনি। 



প্রকাশিত  কাব্যগ্রন্থ 


(১) মহুলপাতে খুলা চিঠি (২০০৯)

(২) পথে পথে দুঃখহরণ (২০১৫)

(৩) পাপ লিখেছি স্বপ্নদোষে (২০১৭)

(৪) চন্দ্রবিন্দু গাছ (২০১৮)

(৫) অসমাপ্ত ভ্রমণরেখা (২০১৮)

(৬) ভালো থেকো মিথুনরাশি (২০১৯)




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন