মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

বদ্রীনাথ পাল

 



সহজ ছন্দে জীবনের গভীর সত্যকে প্রাঞ্জল করে তোলেন কবি বদ্রীনাথ পাল। মা আসার আনন্দে যেমন উছলে ওঠে কবি হৃদয় , তেমনি  সময়ের সাথে সাথে জীবনের বেলা ফুরিয়ে আসে। হারাই যা ,আর তা ফিরে আসে না। তাই আক্ষেপ ঝরে পড়ে কবির মনে ' ফিরে পাবো ,আর কি আমি হারাই যাকে? ' পড়ছি -----



কবি বদ্রীনাথ পাল-এর দুটি কবিতা 


মা আসছেন



বর্ষার মেঘ যেই সরেছে, উঠলো হেসে নীল আকাশ-

"আসছে পুজো",জানিয়ে দিলো শিশির ভেজা দুর্বা ঘাস।

তাই শুনে ওই জুড়লো নাচন মাঠের আলে কাশের দল-

আনন্দেতে শাপলা শালুক করল শুরু কোলাহল।


ঝিলমিলিয়ে ঢেউ নাচলো গরব ভরা নদীর বুক-

এলিয়ে পড়ে শিউলিরা সব তাতেই যেন ওদের সুখ।

হাওয়ায় ভাসে গন্ধ পুজোর,জাগলো মনে খুশির বান-

বাউল বাজায় একতারাতে মায়ের আগমনীর গান।


আজকে খুশির বাঁধ ভেঙেছে মা আসছেন বছর পর-

শঙ্খ বাজাও আলপনা দাও আলোয় আলোয় সাজুক ঘর।

মা আসছেন মা আসছেন দশ হাতে তাঁর বরাভয়-

হবেই হবে তাঁর আশীষে সকল বাধা বিপদ জয় ।



সেদিনগুলি

        

যেই বসেছি ক্লান্ত হয়ে মাঠের ধারে-

আমায় দেখে হাসে সে মাঠ বারে বারে।

ইশারাতে বলে আমায় " ফুরায় বেলা-

আগের  মতো এসো,আবার করি খেলা"।


তাকিয়ে থাকি পিছন ফিরে নদীর পানে-

সে ও যেন ডাকছে আমায় কলতানে।

বলছে যেন "ঝাঁপিয়ে পড়ো আমার বুকে-

আগে যেমন কাটতে সাঁতার মনের সুখে"।


ঝাপসা চোখে এবার দেখি আকাশটাকে-

হাত বাড়িয়ে সে ও যেন আমায় ডাকে।

বলছে যেন "স্বপ্ন তোমার যতন করে-

এই দেখো না, আঁকা আমার বুকের 'পরে"।


কেমন করে  বোঝাই আমার কিশোর বেলা-

হারিয়ে গেছে, শুধুই মনে করে খেলা।

তোমরা কেন জাগিয়ে তোলো আজকে তাকে-

ফিরে পাবো, আর কি আমি হারাই যাকে ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন