প্রবহমান জীবনের সংগ্রামের প্রতিটি বাঁক , দ্বন্দ্ব-সংঘাত মুখর মানুষের জীবনের প্রতিটি ওঠাপড়া, নিসর্গের হাতছানি বিশ্বনাথের কলমে মূর্ত হয়ে ওঠে । সামাজিক শ্রেণি বৈষম্য ,আত্মগত সংলাপ নিরুচ্চার ভাষা পায় --' সততার পিঠ দেখো চাবুকের দাগে লাল ' কিংবা ' অন্ধকারকেও আলো মনে হয় / যদি তার ছেড়ে যাওয়া আসনে / এসে বসে আরও গাঢ় অন্ধকার '।পড়ছি ------
কবিতাগুচ্ছ * বিশ্বনাথ পাল
শিরোনামহীন
১
সাধুকে ভালই বাসি, করি না যে চোরকেও দূর ছাই
চুরি ঘৃণ্য, তবু মানি— মানুষে বিশ্বাস রাখা চাই।
সকলেরই আছে শুভ বোধ, হয়তো-বা গাঢ় ঘুমে
জাগাতে মরিয়া আলো হানা দিক হৃদয়কুসুমে।
২
আমার ক্ষেত্রে তো এরকম প্রায়ই হয়
রামকে খুঁজতে গিয়ে শ্যামকে পেয়ে যাই
হতাশ হই না, কারণ জানি
শ্যামকেও আমার প্রয়োজন ছিল
আপাতত শ্যামকে নিয়েই সুখে থাকি
তবে জানি, রামকেও পেয়ে যাব ঠিক
কোনও এক অতর্কিত মুহূর্তে
যদুকে খুঁজতে গিয়ে
৩
আমাকেও দাও কিছু ভানের ঘোলাজল
মুখ ঢেকে রাখি আজ, সততার পিঠ
দেখো চাবুকের দাগে লাল
৪
দুঃখকে আর দুঃখ দিয়ো না, একা থাকতে দাও
চাল-ডাল নয়, কাজ দিতে পারো বড়জোর
ওরও আজ সাবলম্বন জরুরি
একাই খুঁজুক নিরাময়
৫
অন্ধকারকেও আলো মনে হয়
যদি তার ছেড়ে যাওয়া আসনে
এসে বসে আরও গাঢ় অন্ধকার
৬
কাপুরুষ কবে বলো পেয়েছে
নিরুপদ্রব সোনার সংসার
সংঘর্ষ এড়িয়ে?
৭
যে নীরবতাটা বাঙ্ময়
যার ছায়ায় কথাকে বাহুল্য মনে হয়
আমি তাকে খুঁজে ফিরি
অথচ নিজেই থাকি প্রগলভ
সাপ ও বেজি লড়াই দেখে মুগ্ধ
আমার সারা দিন মাটির মতন ঝরে
কেন যে এসেছি, কীসের বরাত নিয়ে
কিছুতেই মনে পড়ে না।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন