' জীবনের যত কারুকাজ, থেমে গেল / অন্তিমে এসে ' এ এক চিরকালীন জগতসত্য , কিন্তু শেষ সত্য নয় । অপার জীবনপিপাসা আছে বলেই কবি শর্বরী চৌধুরী লেখেন ' দৃষ্টি দিয়ে লেহন করি চতুর্বর্গ আয়োজন '। পড়ে নেওয়া যাক ---
কবি শর্বরী চৌধুরী-র দুটি কবিতা
খিদে
জীবনের যত কারুকাজ, থেমে গেল
অন্তিমে এসে। মাটির পুতুল গলে যায়
বৃষ্টির তোড়ে। নষ্ট হওয়া হাত-পা, মুখ
নিয়ে বসে আছি ভোজের আসরে। থরে থরে
সাজানো খাবার। দৃষ্টি দিয়ে লেহন করি
চতুর্বর্গ আয়োজন। সব তাপ মুছে গিয়ে
পুনরায় জেগে ওঠে খিদে।
বেয়নেট
স্তম্ভিত দাঁড়িয়ে আছি সত্যের সামনে।
তছনছ জীবনের যাবতীয় ক্ষরণ।
নৌকো ডুবেছে অকৃত্রিম আবেগে।
শ্লেষ ছাড়া পুজো হবে কোন উপচারে !
অবিরত যুদ্ধ চলে দীনতার সাথে।
ব্যর্থ প্রেম ডানা মেলে উড়ে যায় নীল
গ্রহ অভিমুখে। বেয়নেটের স্পর্শ পাই
শরীর জুড়ে।
প্রকাশিত বই * পনেরোটি গল্প, মানবী ও অন্যান্য গল্প, আলো আঁধারির গল্প
কবিতার বই * মায়াঘর, প্রকাশিতব্য বই -ছেঁড়া খোঁড়া দুঃখেরা ভ্রাম্যমাণ
প্রবন্ধ গ্রন্থ * ধ্রুবতারাদের কথা


খুবই মর্মস্পর্শী লেখা👌❤️👏😘
উত্তরমুছুন