মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

অর্ঘ্য নাথ


 


ব্যক্ত-অব্যক্তের শব্দমায়া ছুঁয়ে উচ্চারিত হয় কবি অর্ঘ্য নাথের পঙক্তিমালা। ' নবীন লাইটহাউসের ' আলোয় উদ্ভাসিত হয় তাঁর কবিতাশরীর... ' তুমি কয়েক মুহূর্ত / যেন কয়েক বছর / অপলকে সমুদ্রবাঁধে ওড়া বালিফুলের মতো / গোপন অন্ধকারে পাথর হলে।' এমন উচ্চারণে  অদ্ভুত এক ভালোলাগায় আচ্ছন্ন হয় মন। পড়ছি ----



কবি অর্ঘ্য নাথ-এর দুটি কবিতা


নবীন লাইটহাউসের আলো



হিসেবী উত্তেজনায় তোমার সামনে নগ্ন হতেও লজ্জা পাইনি

তুমি বিহ্বল হয়ে পাঠ নিলে

আমার শরীর ছুঁয়ে নামা নবীন লাইটহাউসের আলো।

দু`পাশে যারা কস্তুরীজাত

তারা আজ ঘুমন্ত

তুমি কয়েক মুহূর্ত

যেন কয়েক বছর

অপলকে সমুদ্রবাঁধে ওড়া বালিফুলের মতো

গোপন অন্ধকারে পাথর  হলে।

আমার আলো সে অন্ধকার ছোঁবে এমন পরাক্রমী নয়!

তুমি আমার নগ্নতায় 

দু'মুঠো নুড়িজন্ম ছুঁড়ে দিলে অবহেলায় ...




ক্যালসিয়াম



বহুদিন হল আর লিখতে পারিনা!

লেখার পর্দা ছুঁলেই

সাদা কালো সংসারের কর্পূর

মায়ের কর্কট রঙের মাসকাবারি

সন্তানের আর কোনোদিন না খুলতে চাওয়া পাঠভবন

স্ত্রীর ক্রমশ ফিকে হয়ে আসা পদ্মজোড়া - 

আঙুলের উপর চেপে বসে!

দোষারোপ হেরে যাওয়া মানুষের ধর্ম নয়

যা কিছু ভালো তা বিগতজন্মের ঋজু,

সাদা পৃষ্ঠা জুড়ে বিষাদ 

ক্ষয়াটে স্বপ্নের মধ্যযাম

আঙুলের শিরদাঁড়া হায় 

কবেই ভুলেছে ক্যালসিয়াম!


প্রথম কাব্যগ্রন্থ ' ঈশ্বরের আলো ' 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন