বাংলা কবিতার কাব্যাকাশে নিয়াজুল হক একটি পরিচিত নাম । আপাত সহজ উপস্থাপনার মধ্যে তাঁর কবিতায় লুকিয়ে থাকে গভীর তাৎপর্য । সমাজ সচেতন এই কবির কলম বোধ ও মেধার শানিত ফলকে বিদ্ধ করে পাঠকের ভাবনার জগৎ । পড়ছি ----
কবি নিয়াজুল হক-এর দুটি কবিতা
লুকনো ইতিহাস
যেকোনও মূর্তি
অথবা সৌধ
ভেঙে ফেলা সহজ
কিন্তু মুছে ফেলা যায় না
যাবতীয় ইরেজারও
অপ্রাসঙ্গিক হয়ে যায়
যেকোনও লুকনো ইতিহাস
ঢেউয়ে ঢেউয়ে ভেসে ওঠে
মাঝে মাঝে
বাঘের মতো গুহা ছেড়ে
সে বাইরে এসে দাঁড়ায়
বাতাসে প্রতিটি ঘটনারই নেগেটিভ থেকে যায়
প্রতারক
মাগুর মাছ এত পিছল
আগে জানা ছিল না
তার কাঁটামারার কৌশলও
অদ্ভুত বোকা বানিয়ে ছাড়ে ।
হলদেটে বাদামি এই মাছের
আগে জানতাম
দু’দিকে দু'টো কাঁটা থাকে
আর দু’দিকে শুঁড়
জানতাম
জলের বাইরে
সে অনেকক্ষণ বেঁচে থাকে
কিন্তু জানলাম
শাড়ি পরলে
তাকে চেনাই যায় না
প্রতারক বলারও
কোনও পথ নেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন