' জীবনের আঁকাবাঁকা হিজিবিজি দাগেও কখনও কখনও তৈরী হয় / যে ছবির অবয়ব,/ তা যেন ঠিক সেই কবিতাটির মত ' এভাবেই জীবনকে খোঁজেন কবি দেবজ্যোতি দাশগুপ্ত। ' জীবনের আঁকাবাঁকা হিজিবিজি দাগেও ' যেন কত না-বলা কথা , কত নিরুচ্চার সমর্পণ, না-লেখা কবিতাটির মতো, ' যা প্রতিটি কবি লিখতে চেয়েছিল অথচ লেখা হয়ে ওঠেনি '। পড়ছি ----
কবি দেবজ্যোতি দাশগুপ্ত-এর দুটি কবিতা
এপিলগ্
মৃত্যু আর কবিতা একসঙ্গে এলে কী করবে ?
মনের বর্জ্য লেখে বলে যেই তরলকে কালি বলি,
তাকে অশ্রু নামে ডাকবে ?
নাকি মুত্যু মানে সাদা পাতা এই ধারণা মেনে নেবে তুমি ?
জীবনের আঁকাবাঁকা হিজিবিজি দাগেও কখনও কখনও তৈরী
হয় যে ছবির অবয়ব,
তা যেন ঠিক সেই কবিতাটির মত,
যা প্রতিটি কবি লিখতে চেয়েছিল অথচ লেখা হয়ে ওঠেনি
মৃত্যু আর সেই কবিতা একসঙ্গে এলে তুমি স্রেফ তার নাম দিয়ে
যেও
বর্ণান্ধ
নীল আকাশ, সবুজ পাতা, ধূসর মাটি. . .
ঘুমন্ত দেহগুলির বাইরে চিরন্তন সত্য
সকালবেলা জেগে ওঠে - ঋণের বোঝা, উন্নতির সিঁড়ি,
অসামাজিক জাদুঘর
ভর, ভয়, সঙ্কোচে নত দৃষ্টিতে মেপে চলা পদক্ষেপ
পথের দু'ধারে সূর্যালোকের রঙনিঃসৃত ছায়াগুলি দীর্ঘশ্বাসে
কেঁপে ওঠে,
আর হয়ে ওঠে নিরুদ্দেশের সান্ত্বনা পুরস্কার
প্রকাশিত কাব্যগ্রন্থ - "এখনও অনেক বাকি" (২০২০)


খুব ভালো
উত্তরমুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুন