বাস্তব আর পরাবাস্তবতার গহীন গভীর ছুঁয়ে উচ্চারিত হয় কবি বিজয় সিংহের কবিতার পঙক্তিমালা।' ছুটি চাইছে অক্ষরেরা শব্দার্থ মৈথুনে / পদাবলী জেগে উঠছে বিপ্রলম্ভে / বিষ-বৃন্দাবনে ' কিংবা ' তোমাদের দেশে বৃষ্টি হয়েছিল মদালসা সাপ / জিভ দিয়ে টেনেছিল ইঁদুরের চোখ ' এমন মগ্ন উচ্চারণে তৃপ্ত হয় পাঠকের কাব্যসুধাসুখ । পড়ছি---
কবিতাগুচ্ছ * বিজয় সিংহ
পদাবলী
সমস্ত বৃষ্টির মধ্যে আগুনের শীৎকার উঠেছে
সমস্ত বৃষ্টির মধ্যে জড়িয়ে পড়েছে সব ছায়া
জলবিন্দুরা অনর্থে রোমান্টিক হলে
তোমার বিরহ ছুটি চেয়েছে মাথুর
ছুটি চাইবে রতিমঞ্জরীর রসাভাসে
বৃষ্টির প্রাচীন যত বৈদ্যুতিক গান
তোমাকে শোনাবে তার আন্দোলিত চরিতার্থে রেখো
তোমার সাত্বিক ছায়া বসতি নিয়েছে
মেঘপুঞ্জে যার অন্তর্দেশি ঘরে
রাখো ভেজা নির্লিপ্ত অক্ষর
ছুটি চাইছে অক্ষরেরা শব্দার্থ মৈথুনে
পদাবলী জেগে উঠছে বিপ্রলম্ভে
বিষ-বৃন্দাবনে
বিপর্যয়
এই যে তুমি লঘুসংগীত ভোরের হাওয়ায়
এবং সেতো মস্ত বিপর্যয়ের
এই যে তুমি দিব্যচক্ষু জুনেই ভাসিয়েছো
এবং সেসব বিপুল বিপর্যয়ের
মন্ত্র নিয়ে মন্ত্রগুপ্তি দীর্ঘতম রাত
যন্ত্র নিয়ে দেবতা খেলে স্বহৃদয় মখমলে
মখমলের পর্দা তোলো আর্শির ভঙ্গিটি
ভঙ্গিটিতে ধরায় চিরাগ আলাদিনের আলো
সেও কীযে বিপর্যয়ের
মেঘের চূড়োয় সাঁকো নামছে
যিনি নামান প্রণাম
সাঁকোর নিচে জল পরীদের সিনান চলছে
জল জলত্ব প্রণাম
ওই যে তুমি নিষাদ বৃক্ষে অমরকুসুম তোলো
সে যে বিষম বিপর্যয়ী
ওই যে তুমি নশ্বরতার ঠোঁটে দু'ঠোঁট নামাও
সেও দারুণ বিপর্যয়ের
হেমন্ত-সন্ধ্যার ডুয়েট
তোমাদের দেশে বৃষ্টি হয়েছিল মদালসা সাপ
জিভ দিয়ে টেনেছিল ইঁদুরের চোখ
সে সব জেনেছি আমি বেদনার সুপ্ত ভাষা শিখে
পোষা নেকড়ের মতো তার দাঁতে লেগে ছিল চাঁদ
তোমাদের বাড়ি থেকে যে রাস্তা অতীর্থে নামে
সেখানেই আমাদের রুগ্ন শালিকেরা
বাসা নেয় ও তাদের কলহপ্রবন সংসারে
পর্যাপ্ত সংগীত তুমি রেখে যাও
সে সবও জেনেছি আমি বেদনার গুপ্ত ভাষা শিখে
বেদনাই কায়েদ-ই-আজম
প্রজাপতিদের বিলুপ্ত প্রজাতি
জন্মসিদ্ধ ঠাকুর ও ভ্লাদিমিরের মৃতদেহ
চারমাত্রিক বেদনারা টুংটাং ঝরেছিল
হেমন্ত-সন্ধ্যার সান্ধ্র ডুয়েটে
ছায়াছবির গানে
মাদারির গান
ভার্সান পাল্টাচ্ছে যত সেও ততটাই
নাগবল্লী হয়ে সমতলে নামে
সমতলে এবছর বৃষ্টি নেই
সমতলে এবছর ফুলের আবাদ ভালো নয়
তার হাতে মুরগির ধকধক তার হাতে মায়াবতী মেঘ
ভার্সান পাল্টাচ্ছে যথা ঘিলুতে গলিত নুন
হৃদিরন্ধ্রে কতযে অঙ্গার রেখে হিতাহিত গুলিয়ে ফেলেছি
দানাদার পৃথিবীতে যতদূর উড়ন্ত পালক
অনর্মালে যতদূর রুদেলা মঞ্জীর
যত শব্দ শব্দবোধ গুলিয়ে ফেলেছি
আমি তার হাতে রাখা মুরগির ঝটপট
আমি তার গম্বুজের আদিগন্ত মাদারির গান
তার পদ-পঙ্কজের পর্যাপ্ত সুহাগরাত আমি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন