' সারারাত / বৃষ্টি এসে শুয়ে ছিল তার পাশে।' কবি সন্দীপন গঙ্গোপাধ্যায়-এর এমন স্নিগ্ধ উচ্চারণে আমরা মুগ্ধ হই। যে জীবনে 'এক তাল মাংসের লোভে/ আদিম উল্লাসে মেতে ওঠে কাকের দল।' সেই জীবনই ' সাপের খোলস ছেড়ে খোঁজে নীল উষ্ণতা।' পড়ছি ----
কবি সন্দীপন গঙ্গোপাধ্যায়-এর দুটি কবিতা
একদিন
একদিন শিশিরে ভিজবে না পা
একদিন ঘাসের ডগায় শুধুই অভিমান ।
একদিন ভোর হবে মেঘের ভেতর
প্রতিশ্রুতি ভেঙে হবে খানখান ।।
একদিন নদীও চলবে বিপথে
একদিন বাতাস ভারি শোকে ।
একদিন পায়ে কাঁটা বিঁধে
ডেকে নেব ভুল করে ওকে ।।
একদিন লিখব বসে চিঠি
একদিন অক্ষর সাজাবো মালায় ।
একদিন ছিঁড়ব সেইসব পৃষ্ঠা
মাঝেমধ্যে যেগুলো খুব জ্বালায় ।।
একদিন চুপ হয়ে যাব ঠিক
একদিন থাকবে না আর ছাপ ।
একদিন শুধুই হা -- হুতাশে
মেপে যাব নিঃশ্বাসের মাপ ।।
কালবেলা
সাপের খোলস ছেড়ে শরীর খোঁজে
নীল উষ্ণতা। একতাল মাংসের লোভে
আদিম উল্লাসে মেতে ওঠে কাকের দল।
তারপর মুখ মুছে ঘরে ফেরা
যেখানে অপেক্ষায় আছে সংসার
সূর্যের সাথে সহাবস্থানে ।
পরস্পর মুখোমুখি পুরুষ - নারী
যেন আদম আর ইভ। স্বপ্নগুলোকে
ভেঙে দিয়ে যাচ্ছে অবিশ্বাসী সময় ।
বন্ধ দরজায় ক্রমাগত ধাক্কা মেরে
ঘুমিয়ে গেছে শিশু। সারারাত
বৃষ্টি এসে শুয়ে ছিল তার পাশে ।
আমি সময় গুনে গুনে চলি
অতি সর্তকে, ভালোবাসাহীন
কংক্রিটের ফুটপাতে ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন