মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

আদ্যনাথ ঘোষ




বাংলাদেশের পাবনা থেকে লিখেছেন কবি আদ্যনাথ ঘোষ। পিতা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার ঘোষ।  'আমার হৃদয়ের তাপে/ শরতকে দগ্ধ করি ' কিংবা ' আমার শরৎ এখন মেঘেদের বাড়িতে উনুন জ্বালে '...এমন সহজ ব্যঞ্জিত উচ্চারণে কবি আমাদের মুগ্ধ করেন। পড়ছি -----



কবি আদ্যনাথ ঘোষ-এর দুটি কবিতা 


জ্বলন



একদিন ভোরের সন্ধ্যাগুলো শিউলির উঠোনে বিছানা পাতে।

তাই দেহের দুপুর রুদ্ধশ্বাসে হাহাকার করে আর

বিছিয়ে দেয় রোদহীন আকাশ কিংবা সন্ধ্যার আঁধার।

আর আমি, ভোরের হাতধরে এই সন্ধ্যার আঁধার

                                     কোলে তুলে রাখি আলোর আশায়।

এখন আমার অন্তরে শুরু হয় দহনের জ্বলন।

বাউলের চোখদুটো হলুদের ক্ষেতে দগ্ধ হতে থাকে-

হৃদয়খানা জেগে ওঠে শিশিরধোয়া আলোর প্রতীক্ষায়।

যদি বলো বাউল, আমার হৃদয়ের তাপে শরতকে দগ্ধ করি।



আক্ষেপ


আঁধারের ছাদ এসে জলসা করে

সবুজের মাঠে।

ভাঙে শরতের আকাশ, ভোরের কার্ণিশ-

কার্বন, সীসায়।


এখন জীবনের বুকজুড়ে সন্ধ্যার উৎসব-

মেঘেদের কোলাহল।

সবুজ নিঃশ্বাস কাঁদে কফিনের ভিতর

সময়ের হাড়িকাঠে।


অথচ তোমার শরৎ

নিঃশব্দে জেগে ওঠে সুগন্ধি উঠোনে

আর আমার শরৎ এখন মেঘেদের বাড়িতে

উনুন জ্বালে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন